সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবি : হেফাজত আমিরের
- ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
- ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও ফটিকছড়ির আল জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মুহতামিম আল্লামা শাহ মুহাম্মদ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে ৭২-এর সংবিধান থেকে কুফরি মতবাদ ‘ধর্মনিরপেক্ষতা’ বাতিল করে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ স্থাপন করেছিলেন। কিন্তু ২০০৮ সালে ভারতের তাঁবেদারি সরকার এসে এক বিচারপতির রায়ের সূত্র ধরে সেই পঞ্চম সংশোধনী বাতিল করে আবারো ’৭২-এর সংবিধানে ফেরত গিয়ে মুসলমানদের ওপর কুফরি মতবাদ চাপিয়ে দেয়। আল্লাহ সেই সরকারের ওপর গজব দিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে। আমি তাদের ধন্যবাদ জানাই। তবে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই- সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদ থাকতে পারবে না। তার স্থলে ‘মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করতে হবে এবং ‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস জনগণ’ এর স্থলে ‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস আল্লাহ’ সন্নিবেশন করতে হবে।
তিনি বলেন, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে দেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে। ভারতের মুদি সরকার পতিত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে তাদের আসল চেহারা উন্মোচন করেছে। সবাইকে তাদের আধিপত্য বিস্তারের ব্যাপারে সজাগ থাকতে হবে। তিনি ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘আল জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা’র ১০২তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সভাপতির উদ্বোধনী ও সমাপনী বক্তব্যে এসব কথা বলেন।
আল্লামা হারুন আজিজী নদভী, মুফতি রহিমুল্লাহ ও মুফতি ইকবাল আজিমপুরীর সঞ্চালনায় দুই দিনব্যাপী এ বিশাল ইসলামী মহাসম্মেলনে বক্তব্য রাখেন, হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা খলিল আহমদ কুরাইশী, পটিয়া মাদরাসার মুহতামিম আল্লামা আবু তাহের নদভী প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা