মানবসেবার জন্যই সিলেট উইমেন্স মেডিক্যালের : যাত্রা শুরু : ডা: শফিক
- সিলেট ব্যুরো
- ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০৫
সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, কেবল মানবসেবার উদ্দেশ্য নিয়েই সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। আমরা কেবল টাকা রুজির জন্য এই হাসপাতাল গড়ে তুলিনি। রোগীদের সেবার জন্য ভালো ডাক্তার এবং শিক্ষার মান ঠিক রাখার জন্য এই মেডিক্যাল কলেজে শুরু থেকেই আমরা ভালো শিক্ষক নিয়োগ দিয়েছি। আশা রাখি সিলেটের নারীশিক্ষার প্রসারে এই মেডিক্যাল কলেজ অগ্রণী ভূমিকা পালন করে যাবে ইনশাআল্লাহ।
ডা: শফিকুর রহমান গতকাল দুপুরে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময়কালে এ কথাগুলো বলেন ।
সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: শাহানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ডা: হোসাইন আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা: ফজলুর রহিম কায়সার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা: আব্দুল মতিন, ভাইস চেয়ারম্যান ও মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ডা: ওয়েস আহমেদ চৌধুরী, হাসপাতালের পরিচালক ডা: ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জি এম মনিরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালক নুরুল ইসলাম খান, অধ্যাপক ডা: রুবিনা সুলতানা প্রমুখ।
জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান দু’দিনের সফরে গতকাল সকালে সিলেট পৌঁছেছেন। বৃহস্পতিবার সামাজিক ও অরাজনৈতিক অনুষ্ঠান ছাড়াও তিনি রাতে ইসলামী ছাত্রশিবিরের এক সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আজ শুক্রবার সকাল থেকে সিলেটে দিনব্যাপী কয়েকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন। সকাল সাড়ে ৮টায় নগরের মালঞ্চ কমিউনিটি সেন্টারে সিলেট মহানগরী জামায়াতের ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে, সকাল ১০টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সিলেট জেলা জামায়াতের কর্মী সম্মেলনে এবং সাড়ে ১০টায় নগরীর দরগা গেটের একটি অভিজাত হোটেলে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সিলেট বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ডা: শফিকুর রহমান উপস্থিত থাকবেন।
জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই : মোবারক হোসাইন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
গতকাল যশোর জেলা জামায়াতে ইসলামীর সম্মেলন কক্ষে আগামী ২৭ ডিসেম্বর যশোর জেলায় আমিরে জামায়াত ডাধ শফিকুর রহমানের আগমন উপলক্ষে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপস্থিত ছিলেন অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান, জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আব্দুল আজিজ, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু জাফর এবং জেলা সহকারী সেক্রেটারিবৃন্দসহ জেলা শূরা সদস্যগণ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা