০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

ইতিহাস গড়ে যুব হকি বিশ্বকাপে বাংলাদেশ

-

ম্যাচ শেষের ভেঁপু বাজার সাথে সাথে টার্ফে স্টিক উঁচিয়ে আনন্দ উল্লাসে মাতেন লাল-সবুজের যুবারা। গর্বের জাতীয় পতাকা নিয়ে তারা ল্যাপ অব অনার দেন ওমান স্টেডিয়ামের টার্ফজুড়ে। বড়রা যা পারেনি, তাই করে দেখাল যুবারা। প্রথমবারের মতো যুব হকির বিশ^কাপে নাম লেখাল বাংলাদেশ। গতকাল ওমানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকির পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৭-২ গোলে বিধ্বস্ত করে এই কৃতিত্ব গড়ে বাংলাদেশ।
হকিতে কোনো পর্যায়েই কখনো বিশ্বকাপ খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। তরুণদের হাত ধরে সেই স্বপ্ন পূরণ হলো এবার। আয়োজক হিসেবে আগেই বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত ছিল ভারতের। জুনিয়র এশিয়া কাপ থেকে সেরা ছয় দল যাবে বিশ্বকাপে। এখানে ভারতও খেলছে। তবে তাদের র‌্যাংকিং থাকবে হিসাবের বাইরে। অর্থাৎ ভারতসহ সাত দল এবার খেলবে বিশ্বকাপে। বাংলাদেশ থাইল্যান্ডকে হারিয়ে ষষ্ঠস্থান অর্জন করে। এখন পঞ্চম স্থানের জন্য তাদের লড়তে হবে চীন ও দক্ষিণ কোরিয়া ম্যাচে জয়ী দলের সাথে।

ওমানকে ৩-১ গোলে হারিয়ে, পাকিস্তানের কাছে ০-৬ গোলে হেরে, মালয়েশিয়ার সাথে প্রথমবারের মতো ২-২ গোলে ড্র করে শেষ ম্যাচে চীনের সাথে ১-১ গোলে ড্র করার পর বিশ্বকাপের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। এর জন্য অপেক্ষাকৃত দুর্বল থাইল্যান্ডকে হারাতে পারলেই মিলবে জুনিয়র হকির বিশ্বকাপের টিকিট। স্থান নির্ধারণী সেই ম্যাচে গতকাল বাংলাদেশ কোনো ভুল করেনি। ওমানের মাস্কটে ম্যাচে বাংলাদেশের দাপট ছিল দেখার মতো। সিনিয়র, যুবদল কোনো পর্যায়ে থাইল্যান্ডের বিপক্ষে হারের রেকর্ড নেই বাংলাদেশের। জিতলেই বিশ্বকাপ এমন পরিস্থিতিতে বাড়তি চাপ ও অতিরিক্ত আত্মবিশ্বাস দূরে রেখে নেমেছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা।

মাঠে বেশ স্বাভাবিক খেলা খেলেই ৭-২ গোলে কাক্সিক্ষত জয় এনেছেন মওদুদুর রহমানের শিষ্যরা। বাংলাদেশের হয়ে মোহাম্মদ জয় ও মোহাম্মদ আবদুল্লাহ দু’টি করে এবং আমিরুল ইসলাম, মোহাম্মদ হাসান ও মোহাম্মদ খান একটি করে গোল করেন। থাইল্যান্ডের হয়ে দুই গোল শোধ দেন চুয়েমকিউ কৃস্টানা ও ফুমি কৃস্টানা।
ক্রীড়া উপদেষ্টার শুভেচ্ছা : বাংলাদেশ অনূর্ধ্ব ২১ হকি দলের এই সাফল্যের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনূর্ধ্ব-২১ হকি দল তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 


আরো সংবাদ



premium cement
ভারতের সাথে বাণিজ্যে রাজনৈতিক কারণ প্রভাব ফেলবে না : অর্থ উপদেষ্টা মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের মাস্টার প্ল্যান পুনর্গঠন করা হচ্ছে আন্দোলনে যেতে নিষেধ করলে শহীদ ইয়াসির বলতেন, ‘তোমরা কি রাজাকার?’ অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হাসিনার পররাষ্ট্রনীতি এখন আর নেই : মুশফিক আনসারী খুলনায় দুর্বৃত্তের হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু সিরিয়ার সরকারকে যে বার্তা দিলেন এরদোগান এসপি বাবুল আক্তারের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই নাগরিকদের নিরাপত্তার বিষয়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা যুক্তরাষ্ট্রের বেনজীরের ক্যাশিয়ার জসিম গ্রেফতার দিল্লি জামে মসজিদ নিয়ে হিন্দুসেনার দাবি

সকল