০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`
শীতে চাহিদা হ্রাস

আদানির বিদ্যুৎ নেয়া অর্ধেক কমাল বাংলাদেশ

-

শীতে চাহিদা কম থাকায় ভারতের গৌতম আদানির মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ। সোমবার রয়টার্স বাংলাদেশী কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, কয়েক শ’ ডলারের বকেয়া নিয়ে মতবিরোধ থাকলেও শীত মৌসুম সামনে রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অবশ্য বকেয়া পরিশোধে বিলম্ব হওয়ার কারণে গত ৩১ অক্টোবর থেকেই বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছিল আদানি গ্রুপ।
বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারপার্সন মো: রেজাউল করিম বলেছেন, শীতে বিদ্যুতের চাহিদা কম থাকায় আমরা তাদের বিদ্যুতের সরবরাহ অর্ধেক করার কথা জানিয়েছি। তিনি আরো বলেন, আদানি গ্রুপ প্রথম যখন বিদ্যুতের সরবরাহ কমিয়ে দিলো, আমাদের কাছে সেটি ছিল পুরোপুরি অপ্রত্যাশিত। আমরা তাতে ক্ষুব্ধও হয়েছিলাম।

২০১৭ সালে আদানি গ্রুপের সাথে ২৫ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ভিত্তিতে ভারতের ঝাড়খণ্ডে ২ বিলিয়ন ডলার খরচে দুই ইউনিটের একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে আদানি গ্রুপ, যার প্রতিটি ইউনিটের উৎপাদন সক্ষমতা ৮০০ মেগাওয়াট।
রয়টার্সের কাছে আসা একটি নথিতে দেখা গেছে, নভেম্বরে একটি ইউনিট বন্ধ করার পর থেকে গোটা মাস মাত্র ৪১ দশমিক ৮২ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করেছে গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র যা এ বছরের সর্বনিম্ন উৎপাদন। বিপিডিবি’র দুই কর্মকর্তা জানিয়েছে, গত শীতে গোড্ডার বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি মাসে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে বাংলাদেশে। মো: রেজাউল করিম জানান, বাংলাদেশের কাছে আদানি গ্রুপের বকেয়া রয়েছে প্রায় ৬৫০ মিলিয়ন ডলার, যার মধ্যে অক্টোবরে ৯৭ মিলিয়ন এবং নভেম্বরে ৮৫ মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের আদালতে ঘুষকাণ্ডে অভিযুক্ত হয়েছেন আদানি। নিউ ইয়র্কের আদালত আদানি এবং তার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তবে এসব অভিযোগ নাকচ করে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের ধনকুবের গৌতম আদানি।

 


আরো সংবাদ



premium cement