০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`
বিএনপির স্থায়ী কমিটির উদ্বেগ

ভারত সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়

-

সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে ভারতের বক্তব্য ও কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছে বিএনপি। সাম্প্র্রতিক কয়েকটি ঘটনার পর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দলটি। দলের নীতিনির্ধারকেরা বলেন, ভারতের আচরণ কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত। তারা অযাচিতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।
গত সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সভায় নেতাদের পর্যালোচনায় এ বিষয়টি উঠে এসেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকের আলোচ্য সূচি অনুযায়ী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও এ নিয়ে সহিংসতায় একজন আইনজীবী নিহত, আগরতলায় সহকারী হাইকমিশন ও কলকাতায় উপহাইকমিশনে হামলা এবং সামগ্রিক পরিস্থিতিতে ভারতীয় পররাষ্ট্র দফতরের ‘বিতর্কিত’ মন্তব্যের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বিএনপির নীতিনির্ধারকেরা বলেন, বাংলাদেশে ইসকনের কর্মকাণ্ড ও ভারত সরকারের বক্তব্য একই সূত্রে গাঁথা। এটি পরিকল্পিত। ভারতের বক্তব্য ও কর্মকাণ্ড উসকানি দিচ্ছে। তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়। দেশে এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে বিশ্বের কাছে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে তুলে ধরা যায়। এ সব ঘটনার সাথে পতিত আওয়ামী লীগ সরকারের ইন্ধন আছে বলেও মনে করেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ভারতের অভ্যন্তরে অনেক ঘটনা ঘটে। সেখানে অনেক মুসলিম ধর্মীয় নেতাকে গ্রেফতার করা হয়। ভারতে সাম্প্রদায়িক দাঙ্গায় মুসলমাদের ওপর অনেক নির্যাতন হয়েছে। কিন্তু বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয় বলে বাংলাদেশ কূটনীতিক শিষ্টাচারের বাইরে গিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তাহলে বাংলাদেশের বিষয়ে হঠাৎ তাদের দৃষ্টিভঙ্গি এতটা পরিবর্তন হলো কেন?
বৈঠক সূত্র জানায়, ভারতের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিএনপি আজকালের মধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে। এতে ভারতের সাম্প্র্রতিক ও আগের কর্মকাণ্ডের একটি ডকুমেন্টারি দেখানোর কথা রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এটি কোনোভাবেই প্রতিবেশী সুলভ আচরণ হতে পারে না। ভারতে অনেক সাম্প্রদায়িক ঘটনা ঘটলেও আমরা কূটনীতিক শিষ্টাচার অতিক্রম করিনি। তিনি বলেন, শেখ হাসিনার পতনের পর ভারতের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন দেখা যাচ্ছে। তাদের মধ্যে হাসিনাপ্রীতি করছে, বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব তারা চায় না।

২১ আগস্ট মামলার রায়ে সন্তুষ্ট ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি।
বৈঠকে নেতারা বলেন, এ রায়ে প্রমাণ হয়েছে মামলাটি উদ্দেশ্যমূলক ছিল। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলাটি করা হয়েছে। বৈঠকে দলের নেতারা বলেন, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়া পরিবারকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার প্রকল্প নিয়েছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার তারই একটি অংশ। বিএনপিও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে বৈঠকে আওয়ামী লীগের ১৫ বছরে শাসনামলে ২৮ লাখ কোটি টাকা পাচার হওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন স্থায়ী কমিটির সদস্যরা। তারা বলেন, টাকা পাচারের জন্য বাংলাদেশ অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে। দলটি পাচারকৃত অর্থ ফেরত আনতে সরকারের উদ্যোগ চায়। বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপি দলীয়ভাবে অর্থ পাচারসহ পুরো অর্থনীতি বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করবে। এ জন্য দলের কয়েকজন নেতাকে দায়িত্ব দেয়া হয়েছে।
১৬ ডিসেম্বর কনসার্ট করবে বিএনপি : বিজয় দিবস উপলক্ষে বিএনপি দেশীয় শিল্পীদের নিয়ে ঢাকায় বড় ধরনের কনসার্টের আয়োজন করবে। মূলত বিজয় দিবসের অনুষ্ঠানে নতুনত্ব ও জাঁকজমকপূর্ণভাবে করার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্যোগে ২১ জুলাই কনসার্ট হবে। ‘ইকোস অব রেভুল্যুশন’ শিরোনামের এ দাতব্য কনসার্টে গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। বৈঠকে এ কনসার্টের বিষয়ে ইতিবাচকভাবে আলোচনা হওয়ার পর বিএনপিও একই অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নেয়।


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল