০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`
খুলনার কর্মশালায় তারেক রহমান

বিএনপি ক্ষমতা পেলে ফ্যামিলি ও ফার্মার্স কার্ড দেয়া হবে

বিএনপির খুলনা বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখছেন তারেক রহমান : নয়া দিগন্ত -

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য ফার্মার্স কার্ড তৈরি করব। ফ্যামিলি কার্ডটি হবে পরিবারের মা বা স্ত্রীর নামে। এতে তার পারিবারিক ও সামাজিক মর্যাদা বাড়বে। একই সাথে কৃষকদের জন্য ফার্মার্স কার্ড করা হবে, যা প্রতি মৌসুমে কৃষকের সার-বীজ বা আর্থিক সহযোগিতা প্রাপ্তিতে সহযোগিতা করবে।
গতকাল সোমবার খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে দলের বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রাষ্ট্র মেরামতে বিএনপি প্রদত্ত ৩১ দফা বিষয়ে খুলনা ও ময়মনসিংহ বিভাগের সহস্রাধিক নেতা এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।
তারেক রহমান কর্মশালায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বলেন, বাংলাদেশের যেকোনো নির্বাচন থেকে আগামী জাতীয় নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে। মানুষের ধ্যান-ধারণার পরিবর্তন হয়েছে। মানুষ এখন অনেক সচেতন হয়েছে। তাই কেউ যদি কোনো ভুল করে থাকে তাহলে একজন নেতা হিসেবে তাকে সঠিক পথে নিয়ে আসা আপনার দায়িত্ব। তিনি সব নেতার ভুল শোধরে নিয়ে জনগণের পাশে থাকার আহ্বান জানান।

তিনি বলেন, দেশ সব মানুষের জন্য। গত কিছু দিন সমাজের কিছু ব্যক্তি সংস্কারের কথা বলছেন। গত ৫ মাস আগেও তারা বলেননি। কিন্তু বিএনপি দুই বছর আগে থেকে বলছে। বিএনপি দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে। ৩১ দফা তারই প্রমাণ। সংস্কারের যেসব কথা বলা হচ্ছে তার সবকিছুই ৩১ দফার মধ্যে রয়েছে। ৩১ দফা শুধু বিএনপির নয়, বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক সব দলের। তিনি আরো বলেন, নারীর যোগ্যতা ও মর্যাদা আরো বৃদ্ধি করাকে সামাজিক আন্দোলনে পরিণত করা উচিত। খালেদা জিয়া ক্ষমতায় এসে নারীদের জন্য শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। প্রতিটি পরিবারের জন্য একটি ফ্যামিলি কার্ড তৈরি করব। প্রান্তিক মানুষকে রাষ্ট্রের পক্ষ থেকে মিনিমাম সহযোগিতা করার চেষ্টা করব। এটি সব শ্রেণিপেশার মানুষ পাবে। ফ্যামিলি কার্ডটি পরিবারের মা-বা স্ত্রীর নামে দেয়া হবে। সেখান থেকে যে অর্থ সাশ্রয় করবে- তা সন্তানের স্বাস্থ্য ও লেখাপড়ায় ব্যয় করবে। সঞ্চিত অর্থ ৫ থেকে ১০ বছর পর তার অর্থনৈতিক শক্তি সৃষ্টি করবে।
বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রশিক্ষক ছিলেন দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সদস্য সচিব মো: শফিকুল আলম তুহিন প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি ঝালকাঠী চেম্বারের সভাপতি আটকে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ইসি সচিব শফিউল আজিম ওএসডি বঞ্চিতদের ২ কর্মকর্তা হলেন সচিব ইসি সচিব শফিউল আজিম ওএসডি বঞ্চিতদের ২ কর্মকর্তা হলেন সচিব ভারতের সনাতনী মঞ্চের বাধায় সিলেটের সব শুল্ক স্টেশনে আমদানি-রফতানি বন্ধ টঙ্গীতে ৫ দিনের জোড় ইজতেমা শেষে আখেরি মুনাজাত চিন্ময়ের পক্ষে আইনজীবী না থাকায় শুনানি পেছাল চট্টগ্রাম মহানগর বিএনপির ১৫ সাংগঠনিক থানা ও ৪৩ ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা আগরতলার ঘটনায় হাসিনা ও মমতার ইন্ধন রয়েছে : নোমান দায়িত্ব গ্রহণের পর বিজেএমসির চেয়ারম্যানকে সংবর্ধনা খালেদা জিয়ার বাসায় পাক হাইকমিশনার

সকল