০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ন ১৪৩১,
`

দেশ স্থিতিশীল রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : ডা: শফিক

ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে বক্তব্য রাখছেন ডা: শফিকুর রহমান : নয়া দিগন্ত -

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, দেশকে স্থিতিশীল রাখতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। পতিত স্বৈরাচারের দোসররা নানামুখী চক্রান্ত-ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে উসকানি দিচ্ছে। এ ব্যাপারে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকতে হবে। তারা যতই চক্রান্ত-ষড়যন্ত্র করুক- তাদের পাতানো ফাঁদে পা দেয়া যাবে না। একটি উগ্রগোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চট্টগ্রাম আদালতের এক আইনজীবীকে হত্যা করেছে। তারা চেয়েছিল বাংলাদেশকে উত্তপ্ত করতে। কিন্তু এ দেশের শান্তিপ্রিয় মুসলমানরা তাদের সেই পাতানো ফাঁদে পা দেয়নি।
গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় ঝালকাঠিতে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন ও জামায়াত নেতা মাসুদ সাঈদী প্রমুখ।

জামায়াত আমির আরো বলেন, এ দেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে শান্তিতে বসবাস করছে। আমরা এমন বাংলাদেশ চাই- যেখানে কোনো ধর্মীয় উপাসনালয় পাহারা দিতে হবে না। যেখানে কোর্ট কাচারী, অফিস আদালতে কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না। কৃষক তার ফসলের নায্য দাম পাবেন। শ্রমিক পাবেন তার ঘামের মজুরি। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কাউকে অধিকার ভিক্ষা করতে হবে না। সবাইকে তার অধিকার সম্মানের সাথে দেয়া হবে।
জামায়াতের আমির বলেন, আবু সাঈদ আমাদের এই স্বাধীনতা যুদ্ধের প্রধান আইকন ও সেনাপতি। তিনি অধিকার চেয়েছিলেন। কিন্তু তাকে পর পর তিনটি গুলি করে হত্যা করা হয়েছে। আমরা তাকে সেল্যুট জানাই।
তিনি আরো বলেন, লেখাপড়া করে এ দেশের যুবকরা বেকারত্বের অভিশাপে আত্মহত্যা করবে না। তারা শিক্ষা অর্জন করে সাথে সাথে কাজ পাবেন, আমরা এমন বাংলাদেশ চাই। এরপর জামায়াত ঝালকাঠির নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসা মাঠে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন।

ডুমুরিয়ায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা জানান, ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উত্তর অঞ্চলের ৪টি ইউনিয়নের সব ওয়ার্ড ও ইউনিট সভাপতি সেক্রেটারিসহ দায়িত্বশীলদের সমাবেশ ধামালিয়া ড. সামসুল করীম বাকার কলেজ মিলনায়তনে গতকাল সোমবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুখতার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা এমরান হোসাইন, কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, জেলা বায়তুল মাল সেক্রেটারি হাফেজ আমিনুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার সিরাজুল ইসলাম ও অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা। নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়রাম্যান মাও: আবু জাফর মোল্লা, গাজী সাইফুল্লাহ, মাও: হাবিবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সিরাজুল ইসলাম, বিএম আলমগীর হোসেন, আব্দুর রশিদ, মাও: ফরহাদ আল মাহমুদ, মাষ্টার মোস্তাক চৌধুরী প্রমুখ।
এর আগে তিনি ডুমুরিয়া সাজিয়াড়া মাদ্রাসায় শিক্ষক ও আলেম ওলামাদের সাথে মতবিনিময় করেন। এ সময় জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতারাসহ উপস্থিত ছিলেন মুহতামিম মাও: মুস্তাক আহমেদ, সভাপতি অধ্যাপক মুফতি আবদুল কাইয়ুম জমাদার, মাও: আব্দুর রহমান, মাও: আব্দুল গফ্ফার, মাও: আবু সাঈদ আল মাহমুদ প্রমুখ।


আরো সংবাদ



premium cement
চোরতন্ত্রে পরিণত হয় দেশ বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা বিএনপি ক্ষমতা পেলে ফ্যামিলি ও ফার্মার্স কার্ড দেয়া হবে পশ্চিমতীরকে যুক্ত করে নিতে ইসরাইলের খসড়া পরিকল্পনা তৈরি দেশ স্থিতিশীল রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : ডা: শফিক তাঁবেদার রেজিম উৎখাতে ভারতের নীতিনির্ধারকরা এখন বেসামাল বাংলাদেশী সংখ্যালঘুদের দলে দলে ভারত পালানোর তথ্য সঠিক নয় ৫ আগস্টের পর ভারতের সাথে সম্পর্কে সমস্যা চলছে : পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে মোদির কাছে আবদার মমতার মুক্তিযুদ্ধ চূড়ান্ত অধ্যায়ে রূপ নেয়

সকল