০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ন ১৪৩১, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাষ্ট্রকে আহতদের দায়িত্ব নিতে হবে : ড. মঈন খান

কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লব স্মৃতি রোমন্থনে আহতদের সাথে অভিভাবক ও অতিথিরা : নয়া দিগন্ত -

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, জুলাই অভ্যুত্থানে দুই হাজারের কাছাকাছি শহীদ ও অসংখ্য আহতের ওপর নতুন বাংলাদেশ দাঁড়িয়ে আছে। কিন্তু অন্তর্বর্তী সরকার এ আহতদের দায়িত্ব ঠিকমতো নিচ্ছে না। তিনি বলেন, রাষ্ট্র কেন আহতদের দায়িত্ব নেবে না। এটা তো আমাদের বলার প্রয়োজন হয় না। আহতদের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। তিনি আরো বলেন, সরকার প্রয়োজনীয় সংস্কার করবে। অন্য দিকে গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করবে। তারা ইতোমধ্যে নতুন নির্বাচন কমিশন গঠন করেছে। আমরা এটিকে ইতিবাচকভাবে দেখি।
গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সন্তান ও অভিভাবকদের এক সম্মেলনে মঈন খান আরো বলেন, অগ্রাধিকার ভিত্তিতে আহত ও শহীদ পরিবারের পুনর্বাসন-চিকিৎসাসহ বিভিন্ন বিষয় দেখতে হবে।
সন্তান ও অভিভাবক ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শারমিন মুরশিদ। অর্থনীতিবিদ আনু মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি সোহেল আহমেদসহ প্রমুখ।
অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে আহত ও অঙ্গ হারানো একাধিক জন উপস্থিত ছিলেন।

আনু মুহাম্মদ বলেন, সরকার গঠনের পর অন্তর্বর্তী সরকারের তিনটি কাজ প্রাধান্য ছিল। এক. শহীদ ও আহত যারা তাদের রাষ্ট্রীয় দায়িত্ব নেয়া। দুই. জিনিসপত্রের দাম কমানো। তিন. সমাজে যেন সহিংসতা ও অস্থিরতা তৈরি না হয় সে ব্যাপারে সক্রিয় ভূমিকা রাখা। তিনি আরো বলেন, এ তিনটি বিষয়েই আমরা অন্তর্বর্তী সরকারের দুর্বলতা দেখতে পাচ্ছি। আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যারা আহত ছিলেন, পঙ্গু হাসপাতালের সামনে তাদের রাস্তায় নেমে আসতে হলো। কয়েক মাসও হয়নি।
উপদেষ্টা বলেন, তালিকা নিখুঁত রাখার চেষ্টা করছি। তিন মন্ত্রণালয়ের অধীনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা নিচ্ছেন। তিনি আরো বলেন, এখানে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নেই। আমরা এ দেশের নাগরিক। আমাদের সবার অধিকার আছে মাথা তুলে দাঁড়াবার। তোমরা আসো, আমি আমার মন্ত্রণলায় থেকে স্পেশাল কমিটি করব।

 


আরো সংবাদ



premium cement
ফের বার্সার হোঁচট, লাস পালমাসের ইতিহাস কম্পিউটার সোসাইটি ও প্রাইম্যাক্সের মধ্যে সমঝোতা স্মারকে সই বিদ্রোহীদের আলেপ্পো বিমানবন্দর দখল, ব্যাপক বোমাবর্ষণ রাশিয়ার পশ্চিমবঙ্গে আলু ব্যবসায়ীদের ধর্মঘট, বাড়তে পারে দাম টেস্ট বিশ্বকাপ : দক্ষিণ আফ্রিকার জয়ে পিছিয়ে অস্ট্রেলিয়া জ্যামাইকায় প্রথম দিনের প্রাপ্তি সাদমানের ফিফটি যুক্তরাষ্ট্রে ২ দিনের যাত্রাবিরতি করবেন তাইওয়ানের প্রেসিডেন্ট জনতার তোপের মুখে গ্রেফতার, থানায় গিয়ে ছাড়া পেলেন মুন্নী সাহা জাতীয় ঐক্যের ডাক ৫০ বিশিষ্ট নাগরিকের ভারতীয় মিডিয়ার মিথ্যাচার স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় প্রতিবন্ধক : পররাষ্ট্র উপদেষ্টা সরকারের প্রধান কাজ গণহত্যার বিচার সংস্কার ও নির্বাচন

সকল