আইনজীবী সাইফুল হত্যা মামলায় ৪৬ আসামি
আ’লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ইন্ধনে খুন- চট্টগ্রাম ব্যুরো
- ০১ ডিসেম্বর ২০২৪, ০২:১৮
চট্টগ্রামে উগ্রবাদী নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এতে ৩১ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। গত শুক্রবার রাতে নিহত সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদি হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় উল্লেখ করা আসামিরা সবাই চিন্ময়ের অনুসারী বলে জানা গেছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে- আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইন্ধনে ইসকনের সন্ত্রাসীরা সাইফুলকে হত্যা করেছে।
আসামিরা হলেন- নগরীর কোতোয়ালি থানার বান্ডেল রোড সেবক কলোনির বাসিন্দা চন্দন, আমান দাস, শুভ কান্তি দাস, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত, রুমিত দাশ, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, বিশাল, রাজকাপুর, লালা, সামির, সোহেল দাস, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, দুর্লভ দাস ও রাজীব ভট্টাচার্য্য। এজাহারে বাদি অভিযোগ করেন, গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়ার সাথে সাথে ইসকনপন্থী আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে আদালতকে উদ্দেশ করে অশালীন ভাষায় বিভিন্ন আজেবাজে মন্তব্য করে। তারা আদালতে হট্টগোল সৃষ্টি করে। পরে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা প্রিজন ভ্যানের সামনে অবস্থান নিয়ে দায়িত্বরত পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান করে।
এতে আরো উল্লেখ করা হয়, প্রিজন ভ্যানের সামনে থেকে বিক্ষুব্ধদের সরাতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে আদালত চত্বর ত্যাগের সময় তারা মসজিদসহ আইনজীবীর ও সরকারি গাড়ি ভাঙচুর করে। একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বপরিকল্পিতভাবে তার ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফ বাসায় যাওয়ার সময় তার মুখে দাড়ি দেখে আসামিরা তাকে নির্মমভাবে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তারা বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের নামে জয়ধ্বনি দেয়। স্থানীয় লোকজন ও ছেলের সহকর্মীদের বরাতে বাদি এজাহারে উল্লেখ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর প্রত্যক্ষ-পরোক্ষ ইন্ধনে আসামিরা তার ছেলেকে হত্যা করেছে।
উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া ইসকনের ‘বহিষ্কৃত’ নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৬ নভেম্বর কারাগারে পাঠানো নিয়ে তার অনুসারীরা আদালত প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। তাদের তাণ্ডবের একপর্যায়ে চট্টগ্রাম আদালত ভবনের মূল প্রবেশপথের সামনে রঙ্গম সিনেমা হলের অদূরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা