চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, সতর্ক ও সচেতন থাকতে হবে : ডা: শফিক
- নিজস্ব প্রতিবেদক
- ৩০ নভেম্বর ২০২৪, ০৪:১১
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, বর্তমান সময়ে আমাদেরকে নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। তাই আমাদেরকে আরো সতর্ক ও সচেতন থাকতে হবে।
গতকাল রাজধানীর পূর্বাচলের একটি রিসোর্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগরী উত্তরের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে আয়োজিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবার ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের আর যাওয়ার জায়গা নেই জানিয়ে ঢাকা মহানগরী উত্তরের সাবেক ও বর্তমান সদস্যদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ভোগ নয়, মানুষের সেবা করার জন্যই আমাদের মনকে সবসময় প্রস্তুত রাখতে হবে। গোটা জাতিকে আমাদের ধারণ করতে হবে। নিজেদের সব কাজের ব্যাপারে পরিশ্রমী ও সৎ থাকতে হবে এবং প্রজ্ঞার পরিচয় দিতে হবে। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না।
প্রীতি সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখার সাবেক সভাপতি আবু সাঈদ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে এবং ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের সভাপতি আনিসুর রহমান ও সেক্রেটারি রেজাউল করীম শাকিলের সঞ্চালনায় প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করীম, সিলেট মহানগরের আমির ফখরুল ইসলাম, গাজীপুর মহানগরীর আমির অধ্যাপক জামাল উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা: ফখরুদ্দীন মানিক, ইয়াসিন আরাফাত ও সালাউদ্দিন আইয়ূবী, সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক সিরাজুল ইসলাম শাহিনসহ ঢাকা মহানগরী উত্তরের সাবেক সভাপতিরা।
ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তরের সাবেক নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, আপনারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। যে যেখানে থাকুন না কেন আমাদেরকে দ্বীন কায়েমে নিরলস পরিশ্রম করতে হবে। জামায়াতের প্রতি মানুষের ভালোবাসার যে জায়গা তৈরি হয়েছে, তা ধারণ করতে হবে। কোনোভাবে যেন নষ্ট না হয়, সে দিকে খেয়াল রাখবেন।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা: সাদেক বিল্লাহসহ ছাত্রশিবিরের ঢাকা মহানগরীর সাবেক সভাপতি, সেক্রেটারিরাসহ শাখায় দায়িত্ব পালনকারী সাবেক সদস্যরা।
দিনব্যাপী প্রীতি সমাবেশে সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ, শহীদি পরিবার ও আহত, পঙ্গুত্ববরণকারী ভাইদের বক্তব্য ছিল। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত প্রীতি সমাবেশে সাত শতাধিক ডেলিগেট অংশ নেন।
সাড়ে ১৫ বছরের অপরাধীদের ক্ষমা করা হবে না : যশোর অফিস জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী বৈষম্যহীন দেশ গড়তে কাজ করে যাচ্ছে। যে দেশ গড়ার জন্য এ দেশের ছাত্র-জনতা গুলির মুখে বুক পেতে দিয়েছিল। জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছেন, তারা জাতীয় বীর। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে যারা সাড়ে ১৫ বছর ধরে বিভিন্ন ধরনের অপরাধ করেছে, তাদের বিচার হবে। অপরাধীদের ক্ষমা করা হবে না। তিনি গতকাল শুক্রবার রাতে যশোরের চাঁচড়া মোড়ে আয়োজিত বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জামায়াত আমির সাতক্ষীরায় যাওয়ার পথে এ পথসভায় বক্তৃতা করেন।
তিনি বলেন, একটি দেশের আগ্রাসনের বিরুদ্ধে যশোর থেকে প্রথম প্রতিবাদ হয়। তৎকালীন ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের নেতৃত্বে ওই প্রতিবাদ শুরু হয়েছিল। এ কারণে যশোরকে অন্য এক মর্যাদায় দেখা হয়। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত সাড়ে ১৫ বছর ধরে জামায়াতের নেতাকর্মীদের ওপর এমন কোনো জুলুম নেই, যা করেনি। একপর্যায়ে জামায়াতকে তারা নিষিদ্ধ করে। মহান আল্লাহ তায়ালা এসব জুলুমের জবাব দিয়েছেন, তাদেরকে নিষিদ্ধ করার মাধ্যমে। এ দেশের মানুষ ফ্যাসিস্টকে নিষিদ্ধ করেছে।
জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। ৫ আগস্টের পর সারা দেশের কোথাও জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। জামায়াত দুঃখের দিনে মানবতার পাশে ছিল, আগামীতেও থাকবে। বক্তৃতা শেষে শহরতলির খোলাডাঙ্গায় সন্ত্রাসীদের হাতে নিহত জামায়াত নেতা সজলের শিশুসন্তান সজীবকে কোলে নিয়ে আদর করে উপহার দেন তিনি।
যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে পথসভায় বক্তৃতা করেন জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর ও সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। এ সময় জামায়াত নেতা নিহত সজলের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন জেলা জামায়াতের মজলিসে শূরার সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। সঙ্গীত পরিবেশন করেন অধ্যাপক আশরাফ আলী ও যশোর সাংস্কৃতিক সংসদের শিল্পীরা।
যশোরের পর ঝিকরগাছা ও শার্শার নাভারণ মোড়ের পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা