জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জামায়াত আমিরের
- নিজস্ব প্রতিবেদক
- ২৯ নভেম্বর ২০২৪, ০২:০৩
দলমতের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। সন্ধ্যা ৬টার দিকে জামায়াতের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনায় প্রবেশ করেন। এ সময় জায়ামাত আমিরের সাথে ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও মাওলানা আব্দুল হালিম এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে ডা: শফিকুর রহমান বলেন, প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টার সাথে আমাদের বৈঠক হয়েছে। দেশে সাম্প্রতিক ঘটে যাওয়া বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় আমরা একমত হয়েছি দেশের সব মানুষকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। এজন্য জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে জাতীয় স্বার্থে সবাই যেন একমত থাকতে পারি এজন্য দেশবাসীকে আহ্বান জানাই।
ইসকন নিষিদ্ধের বিষয়ে জামায়াতের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, শুধু ইসকন নয়, যারাই জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে।
ডা: শফিকুর রহমান বলেন, বৈঠকে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিশেষ করে সামনে রমজান মাস আসছে এ সময় যাতে কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সঙ্কট সৃষ্টি করতে না পারে সে বিষয়ে আলোচনা করেছি।
নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, আমরা ৪১টি সংস্কারের প্রস্তাব তৈরি করেছি। কিন্তু অন্তর্বর্তী সরকারকে দিয়েছি মাত্র ১০টি। মিনিমাম এগুলোর সংস্কারের পর যত দ্রুত সম্ভব সময়ে আমরা নির্বাচন দেয়ার কথা বলেছি।
কারো পাতানো ফাঁদে পা দেবো না : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসকন যতই উসকানিমূলক কর্মকাণ্ড করুক না কেন আমাদেরকে উত্তম ধৈর্যের মাধ্যমে তার জবাব দিতে হবে। দেশী-বিদেশী ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য ফাঁদ পেতেছে। আমরা সেই ফাঁদে পা দেবো না। ফ্যাসিবাদের দোসরদের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
গতকাল চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণর অনুসারীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আমরা দোয়া করি বাংলাদেশের লোহাগাড়া, সাতকানিয়া তথা দক্ষিণ অঞ্চল হবে ইসলামের ঘাঁটি। উগ্র জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী ইসকন দেশে সন্ত্রাসের আগুন জ্বালানোর চেষ্টা করছে। তাদের ব্যাপারে আমিরে জামায়াতের পরামর্শ হলো আমরা উত্তম ধৈর্য ধারণ করব, আমরা সংযত থাকব।
কেন্দ্রীয় এ নেতা বলেন, ইসলামী আন্দোলনের বিজয়ের বিপুল সম্ভাবনা দেখে ফ্যাসিবাদী গোষ্ঠীর দোসররা আমাদের ফাঁদ পেতে আটকাতে চায়। আমরা কখনো এ পাতানো ফাঁদে পা দেবো না। ধৈর্যের সাথে আমরা সবকিছু মোকাবেলা করব। আল্লাহর সৌন্দর্য রক্ষা করব। আমাদের রক্ত যাবে। জেল-জুলুম, রিমান্ড, শাহাদত সবকিছুর বিনিময়ে দ্বীনের সৌন্দর্য দুনিয়ার সামনে প্রকাশিত করব, ইনশা আল্লাহ। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। আমরা তাকদিরের ওপর বিশ্বাস করি। কষ্ট যত বড়ই হোক, আমরা ধৈর্যের সর্বোচ্চ পরাকাষ্ঠা দেখাব। কেন্দ্রীয় সংগঠনের নির্দেশানুযায়ী আমরা কাজ করব।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী, নায়েবে আমির নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, সহকারী সেক্রেটারি মো: জাকারিয়া ও ড. হেলাল উদ্দিন মুহাম্মাদ নোমান, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি মাওলানা আবুল কালামসহ স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা