‘আব্বু শহরে নানুবাড়ি গেছে’
- আরফাত বিপ্লব চট্টগ্রাম ব্যুরো
- ২৯ নভেম্বর ২০২৪, ০১:৫৯
‘আব্বু শহরে, নানুবাড়ি গেছে।’ কচি কণ্ঠে অস্পষ্ট স্বরে এমন কথা বলছিল ইসকন সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের আড়াই বছর বয়সী মেয়ে তাজকিয়া। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে এমন কথাসংবলিত একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ভিডিও ক্লিপটি শেয়ার করেছেন হাজারো ইউজার, যা দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। পারেননি কান্না নিয়ন্ত্রণ করতে। অবুঝ শিশু তাজকিয়া জানেই না, তার বাবা আর কখনোই বাড়ি ফিরবেন না। তাকে আদর করবেন না। সে ধরে নিয়েছে তার বাবা শহরে বা নানুবাড়ি গেছেন। সপ্তাহ শেষে ঠিকই বাড়ি ফিরবেন।
এ দিকে অ্যাডভোকেট সাইফুলকে দাফনের দ্বিতীয় দিনও গ্রামজুড়ে চলছে শোক। কিছুক্ষণ পরপর বিভিন্ন এলাকা থেকে আসছে মানুষ। শত শত মানুষ শহীদ আইনজীবী সাইফুল ইসলামের কবর জিয়ারত করছেন। সবার চোখে-মুখে শোক ও ক্ষোভ। বিনা অপরাধে এমন তরতাজা প্রাণ ঝরে গেছে মানতে পারছেন না কেউই। তার বড় ভাই খানে আলম সৌদি প্রবাসী। তিনি সেখানে সবার কাছে তার ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন।
কবর জিয়ারত করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল : এ দিকে শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করতে ঢাকা থেকে ছুটে এসেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। গতকাল দুপুরে তিনি লোহাগাড়ায় পৌঁছেন। এরপর জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি উপজেলার চুনতী ইউনিয়নের ফারাঙ্গা গ্রামে পৌঁছান। এ সময় তার সাথে ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী, নায়েবে আমির নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জাফর সাদেক, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, ড. হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান, লোহাগাড়া উপজেলা আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি মাওলানা আবুল কালাম, সাতকানিয়া উপজেলার সাবেক ভাইসচেয়ারম্যান ইব্রাহীম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি শাহাদাত হোসেনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অ্যাডভোকেট সাইফুলের পরিবারের খোঁজখবর নেন। তার পিতা জামাল উদ্দিনকে জড়িয়ে ধরে সান্ত¡না দেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, অ্যাডভোকেট সাইফুলকে নৃশংস কায়দায় হত্যা করা হয়েছে। এটা কোনোভাবে মেনে নেয়া যায় না। অবিলম্বে তার খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য তিনি সরকারের প্রতি দাবি জানান।
কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস নেতৃবৃন্দ : শহীদ সাইফুল ইসলামের কবর জিয়ারত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক। গতকাল রাতে তিনি সাইফুলের গ্রামে পৌঁছান। এ সময় আরো উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মনির হোসেন কাসেমী, মাওলানা খলিল আহমদ কোরেইশি, মুফতি জসিম উদ্দিন, শায়খুল হাদিস আল্লামা আলী উসমান, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরী আমির মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল ও সেক্রেটারি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, সাংগঠনকি সম্পাদক হুমায়েত রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ শহীদ সাইফুলের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
শহীদ আলিফের পরিবারকে কোটি টাকা সহায়তার ঘোষণা শামসুল হক ফাউন্ডেশনের : ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সশস্ত্র হামলায় নিহত শহীদ সাইফুল ইসলাম আলিফের ছোট্ট মেয়েটির পড়াশোনার দায়িত্ব, ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসা ও অনাগত সন্তানের ভবিষ্যৎ, স্বামীহারা মায়ের জন্য একটি স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে এক কোটি টাকা অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে মানবিক সংগঠন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই উদ্যোগের কথা জানান।
এতে তিনি বলেন, শত কোটি টাকা দিয়েও আমরা শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তার নিষ্পাপ সন্তানের কাছে ফিরিয়ে দিতে পারব না। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাংলার জমিনে মজলুমের প্রতীকী ইতিহাস হয়ে ওঠা এই পরিবারের পাশে অন্তত এক কোটি টাকার উপহার নিয়ে দাঁড়াতে চাই
জানা যায়, আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নিজস্ব তহবিল থেকে প্রাথমিকভাবে এক লাখ টাকা উপহার দিয়ে এই উদ্যোগের যাত্রা শুরু করেছে। দেশবাসীর কাছে এই মানবিক দায়িত্ব পালনে আন্তরিক ভালোবাসায় নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপহার নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান অ্যাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। এটি শুধু একটি পরিবারের পাশে দাঁড়ানো নয়; বরং ভালোবাসা এবং ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন তিনি।
‘শহীদ পরিবারের জন্য ফাউন্ডেশনের এক কোটি টাকার উদ্যোগ’ বাস্তবায়নে ফাউন্ডেশনের সদ্য উদ্ভাবিত এবং শতভাগ নিরাপদ প্লাটফর্ম যবষঢ়হযবষঢ়বৎ.পড়স-এর সংযুক্ত লিংকে ক্লিক করে দেশ-বিদেশ থেকে সহজেই অংশগ্রহণ করা যাবে। এর মাধ্যমে আপনি আপনার পক্ষ থেকে যেকোনো পরিমাণ উপহার সহজেই প্রদান করতে পারবেন। আপনার দেয়া উপহারসহ তহবিলে কত টাকা জমা হয়েছে, তার লাইভ আপডেটও সাথে সাথে দেখতে পারবেন। আগামী ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে, উত্তোলিত পুরো উপহার সরকারি এবং বেসরকারি দায়িত্বশীলদের উপস্থিতিতে শহীদ পরিবারের হাতে তুলে দেয়া হবে। যবষঢ়হযবষঢ়বৎ.পড়স-এ উপহার প্রদানের ক্ষেত্রে যেকোনো সহযোগিতা প্রয়োজন হলে-০১৮৪১০৪০৫৪৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা