২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইসকন নিষিদ্ধের দাবি সুপ্রিম কোর্ট বারের

-

চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল বৃহস্পতিবার সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট বারের ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে উগ্র সংগঠন ইসকন সদস্যদের হামলায় গত ২৬ নভেম্বর আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, আলিফকে হত্যা করার এই ঘটনা সারা বাংলাদেশের আইনজীবীসহ ১৮ কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকার পতনের পর ফ্যাসিস্ট মতাদর্শে বিশ্বাসীরা দেশী-বিদেশী দোসরদের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় সন্ত্রাসী সংগঠন ইসকন সদস্যরা সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি দাবি জানান। সংবাদ সম্মেলনে সমিতির সহ-সভাপতি মা. হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, কোষাধ্যক্ষ মো: রেজাউল করিম, সহ-সম্পাদক মা. আব্দুল করিম, কার্যনির্বাহী সদস্য পদে ফাতিমা আক্তার, ফজলে এলাহি অভি, আশিকুজ্জামান নজরুল উপস্থিত ছিলেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জাতীয় আইনজীবী সমিতির : চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট শাহ্ মো: খসরুজ্জামান। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি তরুণ আইনজীবী সাইফুল হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিবৃতিতে তিনি আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে চট্টগ্রামের আদালত বর্জনসহ আইনজীবীদের সব কর্মসূচিতে সমর্থন জানান। একই সাথে দেশবাসীকে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

প্রসঙ্গত বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি হচ্ছে দেশের সমগ্র বার অ্যাসোসিয়েশনগুলোর নির্দলীয় ফেডারেশন।
অপর এক বিবৃতিতে তিনি বুধবার বিচারপতি মো: আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের এজলাসে ডিম ছোড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি এ ঘটনাকে নজিরবিহীন ও অনভিপ্রেত উল্লেখ করে আদালতগুলোতে এরূপ পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
ইসকন নিষিদ্ধের দাবি ল’ইয়ার্স কাউন্সিলের : বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ঢাকা জজকোর্ট শাখার উদ্যোগে সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতি প্রাঙ্গণে সংগঠনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুর রাজ্জাকের নেতৃত্বে শতাধিক আইনজীবী বিক্ষোভ সমাবেশে অংশ নেন। তারা এই আইনজীবীকে হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান। একই সাথে তারা সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ করার দাবি জানান।
আইনজীবী সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের দাবি : ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট বারের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অবিলম্বে আইনজীবী সুরক্ষা অধ্যাদেশ জারির দাবি করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব আইনজীবী নুরে এরশাদ সিদ্দিকীর সভাপতিত্বে ও যুগ্মআহ্বায়ক মো: খালিদ হাসেনের সঞ্চালনে মানববন্ধনে বক্তব্য রাখেন, আইনজীবী মহিউদ্দিন ইউসুফ, শেখ শওকত হাসেন, হাবিবুর রহমান, সাজেদুল ইসলাম রুবেল, মমিনুল ইসলাম, মেহেদী হাসান প্রমুখ। মানববন্ধনে নুরে এরশাদ সিদ্দিকী বলেন, নতুন বাংলাদেশে আইনজীবীরা নিরাপত্তাহীনতায় থাকতে পারে না। সরকারি আইন কর্মকর্তারা হত্যার শিকার হলে ন্যায়বিচার বিঘি্ণত হবে।

 


আরো সংবাদ



premium cement