২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিভিন্ন আদালত প্রাঙ্গণে অনাকাক্সিক্ষত ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ

-

সুপ্রিম কোর্ট ও দেশের কয়েকটি জেলা আদালতে সম্প্রতি যেসব অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ উদ্বেগের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ নভেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন অনভিপ্রেত ঘটনাবলি সংঘটিত হয়েছে এবং একই সাথে দেশের জেলা আদালতগুলোতে সাম্প্রতিক সময়ে যেসব অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেসব বিষয় সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের প্রধান বিচারপতি। এতে বলা হয়, দেশের আদালতগুলো যাতে বিচারপ্রার্থীদের নির্বিঘে্ন বিচার সেবা দিতে পারে, সে লক্ষ্যে সুপ্রিম কোর্ট সামগ্রিক বিষয়াবলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ মর্মে আশ্বস্ত করছে যে, সব প্রতিকূলতা ও অনাকাক্সিক্ষত পরিস্থিতি সত্ত্বেও দেশের আদালতগুলোতে বিচারসেবা প্রদান অব্যাহত রয়েছে। প্রধান বিচারপতি দেশের আদালতগুলোতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি রোধ করতে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন।
ষোড়শ সংশোধনীর রায়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে গত বুধবার বেলা আড়াইটার দিকে হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চের নেতৃত্বদানকারী বিচারপতিকে বেঞ্চ থেকে নেমে যেতে বলেন একদল আইনজীবী। তখন দুই বিচারপতি বেঞ্চ থেকে নেমে যাওয়ার সময় তাদের প্রতি ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

এ দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ অধস্তন সব দেওয়ানি ও ফৌজদারি আদালত বা ট্রাইব্যুনালে কর্মরত বিচারক, তাদের এজলাস ও বাসভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বৃহস্পতিবার স্মারক জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
ওই স্মারকে বলা হয়েছে, রাষ্ট্রের প্রধান তিনটি অঙ্গের মধ্যে বিচার বিভাগ অন্যতম। আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং আদালতের ভাবমূর্তি বজায় রাখতে দেশের প্রত্যেক আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারক, কর্মচারীসহ আদালতসংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রধান বিচারপতি দেশের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছেন।
রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার স্বাক্ষর করা স্মারকে বলা হয়, দেশের প্রত্যেক আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারকদের গাড়ি, বিচারক, কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ডিম ছোড়ার ঘটনায় জড়িতদের সদস্যপদ বাতিল হতে পারে : হাইকোর্টের একটি বেঞ্চে হট্টগোল ও একপর্যায়ে একজন বিচারপতিকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারার সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষে সুপ্রিম কোর্ট বারের সদস্যপদ বাতিল হতে পারে। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও আপিল বিভাগের বিচারপতিদের সাথে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবীরা সাক্ষাৎ করেন। সেখান থেকে বেরিয়ে সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, প্রধান বিচারপতির সাথে দেখা করে কথা বলেছি বিভিন্ন ইস্যু নিয়ে। আদালত চলাকালীন কিছু মুখোশ পরা আইনজীবী ডিম ছুড়ে মারছিল। আমরা মনে করি চট্টগ্রামের ঘটনার ধারাবাহিকতায় এটা সুপ্রিম কোর্ট ও বিচার বিভাগে আতঙ্ক সৃষ্টি করার প্রয়াস। এই ঘটনা শুধু সুপ্রিম কোর্ট নয়, বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি একটা হুমকি। প্রধান বিচারপতি তার উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি বলেন, এটা কঠিনভাবে দেখা হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা সবাই একমত হয়েছি। এ জন্য আমরা একটা তদন্ত কমিটি করব। সিসিটিভি ফুটেজ আছে। কোর্টে আইনজীবীও ছিল। সেটার ওপর ভিত্তি করে রিপোর্ট দিবে। যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এর মধ্যে তাদের মেম্বারশিপ বাতিল হতে পারে। এমনকি বার কাউন্সিলের সনদ বাতিল হতে পারে।

 


আরো সংবাদ



premium cement