২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হাসনাত আবদুল্লাহর গাড়িতে ফের ধাক্কা দিয়ে হত্যাচেষ্টা?

-

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর গাড়িতে আবারো হামলা চালিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার ছালেহ উদ্দিন বলেন, হাসনাত আবদুল্লাহকে বহনকারী গাড়িটি যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার থেকে নামার সময় গুলিস্তানের টোল প্লাজা (কাপ্তানবাজার) এলাকায় অন্য একটি গাড়ির সাথে ধাক্কা খায়।
অবশ্য ছবিতে দেখা যায় হাসনাতের গাড়িকে পেছন থেকে অন্য একটি গাড়ি ধাক্কা দিয়েছে।
ওয়ারী থানার ডিইউটি অফিসার গতকাল সন্ধ্যায় জানান, এ ঘটনায় দু’টি গাড়ি জব্দ ও দু’জন চালককে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।
এ দিকে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। ওই পোস্টে তিনি হাসনাতের গাড়িতে পেছন থেকে অন্য গাড়ি দিয়ে চাপা দেয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে পোস্টে জানান সারজিস আলম।

সারজিস আলম লেখেন, চট্টগ্রাম থেকে গতকাল (বুধবার) রাতেই অন্য গাড়িতে ঢাকা ব্যাক করলাম। পথে হাসনাতকে কুমিল্লার বাসায় নামিয়ে দিয়ে আসলাম। এখন শুনছি সকালে কুমিল্লা থেকে ঢাকা আসার পথে হাসনাতের গাড়িতে পেছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেয়ার চেষ্টা করা হয়েছে! এসব ষড়যন্ত্র করে আর কত? কয়েকজন হাসনাত মারবেন? ‘মনে নাই সেই অভ্যুত্থানের দিনগুলোর কথা? একজনকে যখন বুলেটের আঘাতে লাশ বানিয়েছেন, তখন সেই জায়গায় অন্যজন দাঁড়িয়ে গেছেন! কিন্তু পিছু হটেনি।’
সারজিস ওই পোস্টে আরো লেখেন, ‘ঠিক একইভাবে এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত। এই নতুন বাংলাদেশের চলার পথকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখাবেন না। এই তরুণ প্রজন্ম মাথা নোয়াবার নয়। আমরা মরতে শিখে গিয়েছি।’
এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে চট্টগ্রাম ফেরার পথে লোহাগাড়ার চুনতি হাজী রাস্তার মাথা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়িবহরে থাকা একটি গাড়িতে ট্রাক ধাক্কা দেয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়, তবে কেউ হতাহত হননি।


আরো সংবাদ



premium cement