এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৮ নভেম্বর ২০২৪, ০২:১৮
মানবাধিকার রক্ষায় তিন দশকের নিরলস প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড লাভ করেছে মানবাধিকার সংস্থা ‘অধিকার’। হয়রানি, কারাদণ্ড এবং নজরদারির মতো চ্যালেঞ্জ সত্ত্বেও তিন দশক ধরে বাংলাদেশে নাগরিক ও রাজনৈতিক অধিকারের সমর্থনের জন্য অধিকারকে চলতি বছর এই পুরস্কার দেয়া হয়েছে।
তাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমোক্র্যাসি (টিএফডি) গতকাল বুধবার এই ঘোষণা দেয়।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংস্থাটি বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা, অ্যাডভোকেসি এবং সরকারের স্বচ্ছতা পর্যবেক্ষণ ছাড়াও নাগরিক অধিকার রক্ষা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য উন্মোচন করে আসছে। ১৯৯৬ সাল থেকে অধিকার বার্ষিক মানবাধিকার প্রতিবেদন দিয়ে আসছে। এসব প্রতিবেদনে মানবাধিকার, সরকারের স্বচ্ছতা, বিচারবহির্ভূত হত্যা, গুম, নির্যাতনের তথ্য উঠে আসে। একই সাথে অধিকারের নেয়া উদ্যোগের ফলে ২০১৬ সালে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের জাতিগত নিধন ও নির্যাতনের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক তদন্ত শুরু করার পদক্ষেপ নেয় বাংলাদেশ সরকার। এর আগে অধিকার ২০১০ সালে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের জন্য রোম স্ট্যাচুট অনুমোদনের জন্য সরকারকে অনুপ্রাণিত করার জন্য বাংলাদেশ জোটকেও দিকনির্দেশনা করেছিল।
টিএফডি জানিয়েছে, আমরা তাদের কাজ এবং একই ক্ষেত্রে যারা কাজ করে তাদের উৎসাহিত করতে চাই এবং আশা করি তারা উপলব্ধি করবে যে, তাদের প্রচেষ্টা এবং গণতন্ত্রের জন্য তাইওয়ান ফাউন্ডেশনসহ বিশ্বব্যাপী মানবাধিকারকর্মী এবং সংগঠনগুলোর সমর্থন পেয়েছে। তাদের গণতন্ত্রের প্রতি এ ধরনের সমর্থন ও মানবাধিকারের পক্ষে উদ্যোগ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে বলে টিএফডি আশা করছে।
এই পুরস্কারের সাথে সংস্থাটি একটি ট্রফি এবং এক লাখ মার্কিন ডলার অর্থসহায়তা পাবে, যা তাদের ভবিষ্যৎ কার্যক্রম আরো জোরদার করবে বলে মনে করছে টিএফডি।
১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর থেকে অধিকার মানবাধিকার সংগঠন হিসেবে গবেষণা, অ্যাডভোকেসি, সরকারের তত্ত্বাবধান এবং ৪০০ জনেরও বেশি মানবাধিকার রক্ষাকারীদের প্রশিক্ষণ দিয়েছে। অধিকারের এ উদ্যোগ বাংলাদেশে গণতন্ত্র এবং মানবাধিকারকে আরো গভীর ভিত্তির ওপর দাঁড় করিয়েছে।
এক বিজ্ঞপ্তিতে অধিকারকে এ পুরস্কার দেয়ার স্বীকৃতি দিয়ে বলা হয়, মানবাধিকার সংগঠনটি তিন দশক ধরে বাংলাদেশে হয়রানি, কারাবাস এবং নজরদারির মতো চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও নাগরিক ও রাজনৈতিক অধিকারের ওকালতি করেছে এবং তার উদ্যোগকে সম্প্রসারিত করেছে। বিশেষ করে এ বছর অধিকার রাজনৈতিক অধিকার আদায়ে যে লড়াই অব্যাহত রেখেছে, মানবাধিকার নিয়ে যেসব প্রতিবেদন প্রকাশ করেছে, মানবাধিকার আইনজীবী ও নিরাশ্রয়ী মানুষের জন্য যে কাজ করেছে তারই স্বীকৃতি দিচ্ছে এ অ্যাওয়ার্ড। অধিকারকে এ অ্যাওয়ার্ড দেয়ার আগে দুই স্তরের পর্যালোচনা পদ্ধতির মধ্যে মানবাধিকার সংগঠনটির কর্মকাণ্ড বিবেচনা করেছেন বিচারকরা।
আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের স্মরণে একটি অনুষ্ঠানে অধিকারকে এ অ্যাওয়ার্ড দেয়া হবে। পুরস্কার হিসেবে অধিকারকে একটি ট্রফি এবং এক লাখ ডলার অনুদান দেয়া হচ্ছে গণতন্ত্রের সুসংহতকরণে তাদের প্রচেষ্টা এবং অবদানকে সমর্থন করার জন্য।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা