২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের পাশে থাকবে জামায়াত : ডা: শফিক

-

জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, আমি আশা করি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাহাদৎবরণকারী সবাই ন্যায়বিচার পাবেন। এ ছাড়া জামায়াতে ইসলামী সব সময় তাদের পাশে থাকবে।
গতকাল জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের নির্দেশে নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আব্দুল্লাহর গ্রামের বাড়িতে যান। তিনি শহীদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বারের সাথে দেখা করে তার পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সান্ত¡না প্রদান করেন। তিনি শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করেন এবং তার রূহের মাগফিরাত কামনা করেন। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে জামায়াত আমির এ কথা বলেন।
ডা: শফিকুর রহমান বলেন, শহীদ আব্দুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য নিজের সম্ভাবনাময় জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন। তার আত্মত্যাগের জন্য জাতি গর্বিত। আমি আশা করি জাতি তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং তাকে জাতীয় বীরের মর্যাদা দিবে। আমি মহান রবের কাছে দোয়া করি তিনি যেন তাকে শহীদ হিসেবে কবুল করুন। মহান আল্লাহ রব্বুল আলামিন তার পিতামাতা ও আত্মীয়স্বজনকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। এ সময় তিনি শহীদ আব্দুল্লাহর পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তার পরিবারকে সার্বিক সহযোগিতা করার জন্য জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ প্রদান করেন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহত রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মো: আব্দুল্লাহ গত ১৪ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। যশোর জেলা জামায়াতের নেতৃবৃন্দ শহীদ আব্দুল্লাহর দাফন-কাফনে শরিক হন। তার পরিবার-পরিজনদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এখনো শহীদ আব্দুল্লাহর পরিবারের খোঁজখবর রাখছেন। এর আগে মোবারক হোসাইন নাভারন দারুল আমান ট্রাস্টে ওলামা সম্মেলনে যোগদান করেন। পরে ২০১৬ সালে গুম হওয়া ইসলামী ছাত্রশিবিরে নেতা রেজোয়ানের বাড়িতে যান এবং তার পরিবারের খোঁজখবর নেন ও সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোরের জেলা আমির অধ্যক্ষ মাওলানা গোলাম রসূল, সাবেক জেলা আমির মাওলানা হাবীবুর রহমান, জেলা জামায়াতের নেতা মাওলানা আবু জাফর, মাওলানা শিহাব উদ্দিন, শার্শা থানা আমির রেজাউল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী ও ঝিকরগাছা থানা আমির মাওলানা আসাদুল আলম প্রমুখ।


আরো সংবাদ



premium cement