২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত

-


লেবানন ও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। লেবাননে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র এক দিকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্য দিকে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। গতকাল ইসরাইলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে দুই চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। তেমনি গাজার অবরুদ্ধ অঞ্চলের উত্তরে কয়েকটি আংশিকভাবে সচল চিকিৎসালয়গুলোর মধ্যে একটি কামাল আদওয়ান হাসপাতালকে আবারো লক্ষ্যবস্তু করা হয়েছে।
একদিন আগে ইসরাইলি বিমান হামলায় পূর্ব লেবাননের বালবেক অঞ্চলে কয়েক ডজন লোক নিহত হয়েছে, বলে জানিয়েছেন একজন স্থানীয় কর্মকর্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচক যখন ইসরাইলে যুদ্ধবিরতি আলোচনা অগ্রসর করতে চেষ্টা চালাচ্ছেন, তখন এই হামলা হলো।
লেবাননের বালবেক-হারমেল প্রদেশের গভর্নর বাশির খোদর বৃহস্পতিবার এক্স-এ একটি পোস্টে বলেছেন, হামলায় কমপক্ষে ৪৭ জন নিহত এবং ২২ জন আহত হয়েছে। উদ্ধার অভিযান চলছে বলেও জানান তিনি। লেবাননের অন্যত্র ইসরাইলি বিমান হামলা প্রায় এক ডজন বার দক্ষিণ শহরতলিতে আঘাত করে। এতে বৈরুত কেঁপে ওঠেছিল। এটি এখন পর্যন্ত সবচেয়ে তীব্র বিমান হামলার একটি বলে জানান তিনি।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে যে তারা হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালিয়েছে এবং আগাম সতর্কতা ও অন্যান্য পদক্ষেপের মাধ্যমে বেসামরিক ক্ষতি কমিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আরো বলেছে যে দক্ষিণ লেবাননের টায়ার শহরের কাছে আল-শাইতিয়া শহরে ইসরাইলি বোমা হামলায় তিনজন নিহত হয়েছে।
লেবাননের বৈরুত থেকে আলজাজিরার জেইনা জানান, খোদর বলেছেন যে দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা হয় আল-বায়াদা নামে পরিচিত একটি কৌশলগত পাহাড়ে অগ্রসর হওয়ার জন্য নিকটবর্তী ইসরাইলি স্থল বাহিনীর হামলার সাথে। তিনি বলেন, বিমান হামলা সরবরাহ লাইন ব্যাহত করার জন্য করা হয়েছে, যাতে হিজবুল্লাহ সেই এলাকায় তার সৈন্যদের শক্তিশালী করতে না পারে। ইসরাইল যা করার চেষ্টা করছে তা হলো সীমান্ত থেকে আল-বায়াদা পর্যন্ত যাওয়া উপকূলীয় রাস্তার নিয়ন্ত্রণ নেয়া। এটি আশপাশের অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্যে করা হচ্ছে। সেই মুহূর্তে তাদের দৃষ্টিতে দক্ষিণের শহর টায়ার থাকবে ।

খোদর বলেন, ইসরাইলি বাহিনী ইতোমধ্যে এই এলাকায় আর্টিলারি ব্যবহার করছে, যার মানে তাদের আর্টিলারি ব্যাটারি লেবাননের ভেতরে রয়েছে। সুতরাং, আমরা সত্যিই দক্ষিণ লেবাননের এই কোণে নিয়ন্ত্রণের জন্য একটি বড় যুদ্ধ দেখতে পাচ্ছি।
ইসরাইল সেপ্টেম্বরের শেষের দিক থেকে দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বৈরুতের দক্ষিণ শহরতলিতে হামলা চালাচ্ছে, যখন সামরিক বাহিনী কয়েক মাস আন্ত:সীমান্ত গুলি বিনিময়ের পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে তার বিরোধ বাড়িয়েছিল।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইল তার চলমান আক্রমণ শুরু করার একদিন পরে লেবাননে শুরু হয়, যখন গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ইসরাইলে রকেট ছুড়েছিল হিজবুল্লাহ। লেবাননে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩,৫৮৩ জন নিহত এবং ১৫,২৪৪ জন আহত হয়েছে।

ইসরাইলের মতে, ইরান সমর্থিত গোষ্ঠীটির আক্রমণে উত্তর ইসরাইল এবং ইসরাইল-অধিকৃত গোলান মালভূমিতে ৭০ জনেরও বেশি সেনাসহ ১০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।
বৃহস্পতিবার ইসরাইলে উত্তরাঞ্চলীয় শহর নাহারিয়ায় একটি খেলার মাঠে রকেটের আঘাতে একজন ৩০ বছর বয়সী ব্যক্তি নিহত হয়েছেন বলে ইসরাইলের এমডিএ মেডিক্যাল সার্ভিস জানিয়েছে। ইসরাইল সরকার আমার, আমার বাসিন্দাদের বা উত্তরের (ইসরাইলের) বাসিন্দাদের সুরক্ষা দিচ্ছে না। এই রকম পরিস্থিতিতে বেঁচে থাকা সম্ভব নয়। নাহারিয়ার মেয়র রনেন মারেলি পাবলিক ব্রডকাস্টার কানকে এ কথা বলেছেন।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে নাহারিয়ার দিকেও প্রায় ১০টি রকেট ছোড়া হয়েছে। সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, বেশির ভাগ ক্ষেপণাস্ত্র আটকানো হয়েছে এবং পতিত ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। চ্যানেল ১২ জানিয়েছে, তিনটি রকেট উপকূলীয় শহরে আঘাত হেনেছে। হিজবুল্লাহর আল-মানার টেলিভিশন স্টেশন, তার সংবাদদাতার বরাতে নাহারিয়া ও আশপাশের এলাকায় রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

মার্কিন কূটনৈতিক তৎপরতা
মার্কিন আলোচক আমোস হোচস্টেইন বৃহস্পতিবার ইসরাইলে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজের সাথে দেখা করে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন।
বৈরুত ত্যাগ করার আগে কথা বলার সময় হোচস্টেইন বলেছিলেন যে তিনি সম্ভব হলে একটি চুক্তি করার চেষ্টা করতে ইসরাইলে যাচ্ছেন। আল জাজিরার জেইনা জানান, খোদর বলেছেন যে লেবানিজ কর্মকর্তারা যারা হোচস্টাইনের সাথে দেখা করেছেন তারা একটি যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনায় ‘সতর্ক আশাবাদ’ প্রকাশ করেছেন।
এখানে অনুভূতি হলো যে লেবানন ছাড় দিয়েছে। এটি জাতিসঙ্ঘের রেজুলিউশন ১৭০১-এর পূর্ণ বাস্তবায়ন টেবিলে রাখছে- যার অর্থ হিজবুল্লাহ সীমান্ত থেকে পিছু হটবে- এবং এটি কার্যকর করার জন্য মার্কিন ভূমিকাতে স্পষ্টতই সম্মত হচ্ছে, খোদর বলেছিলেন। খসড়া যুদ্ধবিরতি প্রস্তাবে যা উল্লেখ করা হয়নি তা হলো হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ। গতকাল আমরা ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীকে বলতে শুনেছি যেকোনো চুক্তিতে ইসরাইলকে নিশ্চিত করার অধিকার দেয়া উচিত যে হিজবুল্লাহ সিরিয়ার মাধ্যমে ইরান থেকে অস্ত্র পাবে না।

 


আরো সংবাদ



premium cement