২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল

-

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসনে গত ১৩ মাসে নিহত ব্যক্তির সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে। এ উপত্যকার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত ব্যক্তিদের নিয়ে প্রকাশ করা এ পরিসংখ্যানে বেসামরিক লোকজন ও হামাস যোদ্ধাদের আলাদা করেনি। তবে মন্ত্রণালয় উল্লেখ করেছে, নিহত ব্যক্তিদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। ইসরাইল অবশ্য কোনো প্রমাণ না দিয়ে দাবি করেছে, তাদের হাতে গাজায় ১৭ হাজারের বেশি যোদ্ধা নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত বছরের ৭ অক্টোবর হামাসের সাথে ইসরাইলি বাহিনীর যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত উপত্যকাটিতে নিহত হয়েছেন ৪৪ হাজার ৫৬ জন। আর আহত ব্যক্তিদের সংখ্যা ১ লাখ ৪ হাজার ২৬৮। তবে নিহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি বলে জানায় মন্ত্রণালয়। কেননা বহু মৃতদেহ বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে এবং এমন অনেক এলাকা রয়েছে, যেখানে স্বাস্থ্যকর্মীরা যেতে পারেননি। ইসরাইলি বাহিনীর হামলার মাঝে মধ্য ও উত্তর গাজার আংশিকভাবে কার্যকরী হাসপাতালে অক্সিজেন সরবরাহ শেষ হয়ে গিয়েছে। এ দিকে ইসরাইলি গানবোটের হামলায় গাজা শহরের উপকূলে একজন জেলে নিহত এবং অন্যজন আহত হয়েছে।

উত্তর গাজায় ১৫ ইসরাইলি সেনাকে হত্যার দাবি হামাসের
এ দিকে গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া শহরের খুব কাছাকাছি এলাকায় ১৫ জন ইসরাইলি সেনাকে হত্যা করেছে বলে জানিয়েছে হামাস। বৃহস্পতিবার হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড এ কথা জানায়। এক বিবৃতিতে আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা ১৫ সেনার একটি ইসরাইলি পদাতিক ইউনিটকে খুব কাছ থেকে হত্যা করেছে। পৃথক এক বিবৃতিতে আল-কাসসাম ব্রিগেড জানায়, ‘তারা গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে সাফাতাউই এলাকার কাছে ইসরাইলি মারকাভা ট্যাংক লক্ষ্য করে ট্যান্ডেম শেল হামলা চালিয়েছে।’ অন্য দিকে, ইসলামিক জিহাদ মুভমেন্টের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড জানায়, তারা জাবালিয়া ক্যাম্পের কেন্দ্রস্থলে জাবালিয়া সার্ভিসেস ক্লাবের কাছে ৬০ মিলিমিটার মর্টার শেল ব্যবহার করে ইসরাইলি সেনা ও যানবাহন লক্ষ্য করে হামলা চালায়। ইসরাইলি সেনাবাহিনী এসব হামলার বিষয়ে কোনো বিবৃতি প্রকাশ করেনি।

গাজা সিটিতে অন্তত ৫ জন নিহত
ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, গাজা শহরের পশ্চিমে আল-শিফা স্ট্রিটে ইসরাইলি বোমাবর্ষণে তিনজন নিহত হয়েছে। উপকূলে একজন জেলেকে হত্যা করার পরপরই এই বোমা হামলা চালানো হয়। আরো দক্ষিণে ইসরাইলি বিমান থেকে খান ইউনিসের কাছে খুজাআ শহরে এবং রাফাহ এলাকাগুলোতে বোমা হামলা করা হয়। রাফাহ শহরের পশ্চিমে একটি হামলায় দুইজন নিহত হয়েছে।


আরো সংবাদ



premium cement
জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত

সকল