২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জয়কে হত্যাচেষ্টার মামলায় জামিন পেলেন শফিক রেহমান

-

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণের মাধ্যমে হত্যাচেষ্টা ষড়যন্ত্রের মামলায় সাত বছর কারাদণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমান আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মো: জাকির হোসেনের আদালতে হাজির হয়ে আপিলের শর্তে জামিন আবেদন করেন তিনি।
শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন। একই সাথে এ মামলায় সাজা বাতিলের আবেদন করেন তিনি। এ বিষয়ে পরে শুনানি হবে বলে জানান তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
গত ২৯ সেপ্টেম্বর এ মামলায় শফিক রেহমানের সাজা আপিলের শর্তে এক বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরদিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করে আপিলের জন্য প্রয়োজনীয় নকল সরবরাহের আবেদন করেন। একই সাথে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের (রিকল) আবেদন করেন তিনি। আদালত তার সেই আবেদন মঞ্জুর করেন।
এ মামলায় গত ২৯ সেপ্টেম্বর দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর আপিল করে ৩ অক্টোবর মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান তিনি।
গত বছরের ১৭ আগস্ট এ মামলায় মাহমুদুর রহমান, শফিক রেহমানসহ পাঁচজনকে সাত বছর করে কারাদণ্ড দেন এ আদালতের সাবেক বিচারক আসাদুজ্জামান নূর। তাদের পৃথক দু’টি অভিযোগে এ দণ্ড দেয়া হয়। একই সাথে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাস করে কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- যায়যায়দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমান, দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।
রায়ের সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।


আরো সংবাদ



premium cement