আমিরাতে সাধারণ ক্ষমার মেয়াদ ২ মাস বেড়েছে
- নিজস্ব প্রতিবেদক
- ১৭ নভেম্বর ২০২৪, ০১:৫৮
সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশীসহ বিদেশী নাগরিকদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ আরো দুই মাস বাড়িয়েছে দেশটির সরকার। এই সময়ের মধ্যে সাধারণ ক্ষমা গ্রহণে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশীদেরকে আমিরাতের বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের কনস্যুলেট অফিস থেকে ট্রাভেল/ আউটপাস সংগ্রহ করে সুযোগ গ্রহণে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল অফিস দুবাই ও উত্তর আমিরাত থেকে সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমার সময়সীমা বাড়ানো সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশটির সরকার সাধারণ ক্ষমার মেয়াদ (জেনারেল অ্যামনেস্টি) আরো দুই মাস বৃদ্ধি করে আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বহাল রাখার ঘোষণা দিয়েছে। এর আগে ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দুই মাস সাধারণ ক্ষমার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ ক্ষমার আওতায় সব জরিমানা মওকুফসহ আরব আমিরাতে বৈধ হওয়ার সুযোগ রয়েছে। এই অবস্থায় সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণে ইচ্ছুক দুবাই ও উত্তর আমিরাতের সব প্রবাসী বাংলাদেশীদের নির্ধারিত সময়সীমার মধ্যে কনস্যুলেট থেকে পাসপোর্ট (ইস্যু/নবায়ন) ও প্রযোজ্য ক্ষেত্রে ট্রাভেল পারমিট (আউট পাস) গ্রহণ করে সব কার্যক্রম সম্পন্ন করে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণের জন্য কন্স্যুলেটের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সাধারণ ক্ষমার সময়ের মধ্যেই প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্নের লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট পেতে কনস্যুলেটে পাসপোর্ট ও ট্রাভেল পারমিট (প্রযোজ্য ক্ষেত্রে) আবেদন জমা দেয়ার জন্য ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের এক শ্রেণীর আদম পাচারকারী চক্রের খপ্পরে পড়ে অনেক নারী পুরুষ ভিজিট ভিসা বিশ্বের বিভিন্ন দেশের উদ্দেশ্য পাড়ি জমাচ্ছেন। তাদের অধিকাংশই সংযুক্ত আমিরাত ও দুবাই গিয়ে বেকায়দায় পড়ছেন। একপর্যায়ে ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে উপায় না পেয়ে তারা ওই দেশেই অবৈধভাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। বর্তমানে দেশটিতে কর্মসংস্থান ভিসায় কর্মী যাওয়ার হার তুলনামূলক অনেক কম বলে জনশক্তি ব্যবসায়ীরা বলছেন।
বর্তমানে অনেক বাংলাদেশী দেশটিতে অবৈধভাবে অবস্থান করছেন। তাদেরকে বৈধ হওয়ার সুযোগ দেয়ার জন্যই দেশটির সরকার সাধারণ ক্ষমার মেয়াদ আরো দুই মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে এই পেশার সাথে সম্পৃত্তরা জানিয়েছেন।