ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য : ডা: শফিকুর রহমান
- নিজস্ব প্রতিবেদক
- ১৫ নভেম্বর ২০২৪, ০০:০৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, দেশ গঠন ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। রেমিট্যান্স যোদ্ধাদের হাড় ভাঙ্গা পরিশ্রমে দেশের অর্থনীতির চাকা সচল থাকলেও কোনো সরকারের আমলেই প্রবাসীরা তাদের প্রাপ্য সম্মান পায়নি। ক্ষমতায় গেলে প্রবাসীদের সেবায় নানা পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দেশে প্রবাসীদের বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আগামীতে দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে প্রবাসী ভাই বোনদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন জামায়াত আমির।
যুক্তরাজ্যের বার্মিংহামে মঙ্গলবার স্থানীয় ব্যাংকুইটিং হলে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বর্তমানে ব্রিটেনে সফররত জামায়াতের আমির ডা: শফিকুর রহমান বক্তব্যের শুরুতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি তার বক্তব্যে বিগত ১৬ বছরের জুলুম-নির্যাতনের কথা বর্ণনা করেন এবং ৫৭ জন দেশপ্রেমিক চৌকস সেনা অফিসার হত্যা করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার প্রথম পদক্ষেপ বলে উল্লেখ করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বৈরাচার সরকারের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হিসেবে দাবি করে তিনি দলীয় ১১ জন শীর্ষ নেতার বিচারিক হত্যার প্রতিবাদ জানান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এ সব হত্যাকাণ্ডের আইনানুগ বিচার হওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আমাদের মধ্যে কোনো ভুল দেখলে আমাদেরকে সোজা করে দেয়ার চেষ্টা করবেন। আপনারা সহযোগিতা করলে আমাদের জন্য দ্বীনের পথে চলা অনেক সহজ হয়ে যাবে। মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন, ওয়েস্ট মিডল্যান্ডসের সভাপতি সৈয়দ জামিরুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং ফরীদ মিয়ার পরিচালনায় পবিত্র কুরআন তিলাওয়াত করেন আব্দুল্লাহ সুহেল মাদানী।
বক্তব্য রাখেন ব্যরিষ্টার আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাঈল, মাওলানা এটিএম মুকাররম হুসাইন, মাওলানা সাইফুদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে নাশিদ পরিবেশনা করে স্থানীয় ইসলামী শিল্পীগোষ্ঠী রেনেসাঁ কালচারাল গ্রুপ। বক্তারা জুলাই আগস্টে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। তারা ব্যক্তিজীবন গঠনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভূমিকাকে স্মরণ করেন এবং ইসলামের সুমহান দাওয়াত সবার কাছে পৌঁছে দেয়ার জন্য আগত নেতা-কর্মীদের আহ্বান জানান।
ভারতীয় উপস্থাপকের বাংলাদেশ বিরোধী অপপ্রচারের প্রতিবাদ : ভারত থেকে পরিচালিত ইউটিউব চ্যানেল ‘রিপাবলিক টিভি’ তে ‘চট্টগ্রামকে ভারতের অংশ করার উস্কানি দিয়ে’ ভারতীয় উপস্থাপকের বাংলাদেশ বিরোধী অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গতকাল এক বিবৃতিতে বলেন, ভারতীয় ইউটিউব চ্যানেল ‘রিপাবলিক টিভি’র উপস্থাপক ‘চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি দিয়ে’ বলেছেন, ‘চট্টগ্রাম ১৯৪৭ সালে ভারতের হাত ছাড়া হয়ে যায়। এখন কৌশলগতভাবে চট্টগ্রাম ভারতের অংশ হয়ে গেলে বঙ্গোপসাগর দখল করা যুক্তরাষ্ট্র বা বিশ্বের কোনো পরাশক্তির পক্ষে সম্ভব নয়। আমি ভারতীয় ইউটিউব চ্যানেল ‘রিপাবলিক টিভি’র উপস্থাপকের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলতে চাই, ভারতীয়দের ওই ধরনের উসকানিমূলক বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল। ওই উপস্থাপক আরো মন্তব্য করেছেন, ‘বাংলাদেশে নাকি হিন্দু নিধন করা হচ্ছে। সেনাবাহিনী চট্টগ্রামের হিন্দুদের ঘরে ঘরে ঢুকছে।’ উপস্থাপকের এ বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, অবান্তর ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের মিথ্যা অপপ্রচার বন্ধ করার জন্য আমি ভারতীয় ইউটিউব চ্যানেল ‘রিপাবলিক টিভি’র প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে ভারতীয়দের এ ধরনের অপপ্রচারের প্রতিবাদ জানানোর ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
গাইবান্ধা : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, দেশের সব ইসলামী দল ও ব্যক্তির সাথে আমাদের বন্ধন অনেক মজবুত। আমরা আল্লাহকে খুশি করার জন্য ইসলামী আন্দোলনের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছি। জামায়াতের একজন রুকন হিসেবে দায়িত্ব ছাড়া থাকা যায় না। আল্লাহর সন্তুষ্টিই আমাদের একমাত্র কাম্য। আমাদের সর্বাবস্থায় দেশের মানুষের সেবা ও কল্যাণে কাজ করে যেতে হবে।
জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার ২০২৫-২০২৬ কার্যকালের জেলা মজলিসে শূরার অধিবেশন বৃহস্পতিবার গাইবান্ধা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অধিবেশনে নবনির্বাচিত শূরার সদস্যরা (পুরুষ ও মহিলা) জেলা আমিরের পরিচালনায় শপথ গ্রহণ করেন। অধিবেশনে ৯ সদস্য বিশিষ্ট জেলা কর্মপরিষদ গঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমির মো: আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমির, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা: আব্দুর রহিম সরকার।