১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মার্কিন প্রতিনিধিদলের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন

-

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের গ্লোবাল ক্রিমিনাল জাস্টিস অফিসের প্রতিনিধিদল। গতকাল দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের সাথে সাক্ষাৎ করেন তারা। এর আগে তারা ট্রাইব্যুনালের ভবন, প্রসিকিউশন কার্যালয় পরিদর্শন করেন।
এর আগে সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথেও সাক্ষাৎ করেছে প্রতিনিধিদলটি। এই বৈঠকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। এ সময় মার্কিন এই প্রতিনিধিদলের কাছে ফরেনসিক ও প্রযুক্তিগত সহায়তা চান চিফ প্রসিকিউটর।
এ বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বৈঠকে ট্রাইব্যুনালের বিচারকাজে স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিতের বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। আমরা আমাদের মতামত তুলে ধরেছি। তারাও এ বিষয়ে আমাদের সার্বিক সহায়তা দেয়ার আশ^াস দিয়েছেন।
মার্কিন প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের গ্লোবাল ক্রিমিনাল জাস্টিস অফিসের সিনিয়র অ্যাডভাইজর জেনিফার গ্লাউডিমান্স, ডেপুটি অ্যাম্বাসেডর ডেভিড ম্যানডেল এনথনি, মার্কিন দূতাবাসের রাজনীতি ও অর্থনীতিবিষয়ক কনসুলার এরিক গিলান, মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস স্টোয়ার্ট, ওপিএডির আবাসিক লিগ্যাল অ্যাডভাইজার সেইরা তেথলিকাই এবং লিগ্যাল অ্যাডভাইজর গালিব আমিদ।


আরো সংবাদ



premium cement