১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ফক্স নিউজের পিট হেগসেথ

সিআইএর প্রধান হচ্ছেন সাবেক শীর্ষ মার্কিন গোয়েন্দা র‌্যাটক্লিফ

-

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধান হচ্ছেন জন র‌্যাটক্লিফ। তিনি দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার (ডিএনআই) শীর্ষ কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিআইএর পরবর্তী প্রধান হিসেবে মঙ্গলবার তার নাম ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদের শেষ দিকে ২০২০ সালের মে মাস থেকে জানুয়ারি, ২০২১ পর্যন্ত র‌্যাটক্লিফ দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার (ডিএনআই) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রয়টার্স।
অতি সম্প্রতি তিনি ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের পক্ষে ওকালতি করা থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান সেন্টার ফর আমেরিকান সিকিউরিটির সহসভাপতির দায়িত্ব পালন করেন। আর ট্রাম্পের নির্বাচনী প্রচার চলাকালে এই রিপাবলিকান প্রার্থীকে জাতীয় নিরাপত্তা নীতি বিষয়ে পরামর্শ দেন। সিআইএ প্রধান হিসেবে র‌্যাটক্লিফের মনোনয়ন ঘোষণা করে দেওয়া বিব্রতিতে ট্রাম্প বলেন, ‘আমাদের দেশের শীর্ষ গোয়েন্দা প্রধানের উভয় পদেই দায়িত্ব পালন করা প্রথম ব্যক্তি হতে যাচ্ছেন জন, এর অপেক্ষায় আছি আমি। তিনি জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ স্তর নিশ্চিত করার পাশাপাশি সব আমেরিকানের সাংবিধানিক অধিকারের জন্য একজন নির্ভীক যোদ্ধা হবেন এবং শক্তির মাধ্যমে শান্তি নিশ্চিত করবেন।’

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য র‌্যাটক্লিফ ২০২০ সালের মে-তে ডিএনআইয়ের পরিচালক পদে তার মনোনয়নের শুনানিতে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি এই পদে থাকাকালে ‘যথাসময়ে বস্তুনিষ্ঠ গোয়েন্দা তথ্য’ সরবরাহ করবেন। পাশাপাশি তিনি ইরানের সামরিক বাহিনী, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের মতো অন্য বিষয়গুলোও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।
২০২০ সালে তৎকালীন রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট যখন ডিএনআইয়ের প্রধান হিসেবে র‌্যাটক্লিফের নিয়োগ নিশ্চিত করে তখন সব ডেমোক্র্যাট সিনেটরা তার মনোনয়নের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, তখন তারা তার অভিজ্ঞতার অভাব এবং দলীয় পক্ষপাতের বিষয়টি উল্লেখ করেছিলেন। আগামী বছর আবার মার্কিন সেনেট রিপাবলিকানদের নিয়ন্ত্রণে যাচ্ছে। আর এবার ডিএনআইয়ের প্রধান হিসেবে দায়িত্বপালনের ওই অভিজ্ঞার কারণে র‌্যাটক্লিফ আর আগের মতো অনঅভিজ্ঞ নন। তাই এবার তিনি সহজেই সিআইয়ের প্রধান হিসেবে নিয়োগ পাবেন বলে ধরে নেয়া হচ্ছে।
বাইডেনের মধ্যপ্রাচ্য নীতির সমালোচক : সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন মধ্যপ্রাচ্যের সঙ্ঘাত মোকাবেলায় যেসব পদক্ষেপ নিয়েছে তার সমালোচনা করেছেন র‌্যাটক্লিফ। জুনে প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেছিলেন, ‘গাজায় সামরিক পদক্ষেপের কারণে ইসরাইলে অস্ত্রের চালান বন্ধ করে বাইডেন প্রশাসন এক প্রধান মিত্রকে ঝুঁকিতে ফেলেছে।’ ওই নিবন্ধে তিনি তিনি মন্তব্য করেন, ‘বাইডেন প্রশাসন ইরানের বিষয়ে যথেষ্ট কঠোর হয়নি।’

পিট হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী : এ দিকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের সংবাদ ভাষ্যকার পিট হেগসেথকে তার প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন বলে জানিয়েছেন। মার্কিন সিনেটের অনুমোদন পেলে হেগসেথই (৪৪) হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী। নির্বাচনী প্রচারে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেসব জেনারেল প্রগতিশীল নীতি অনুসরণ করে সামরিক বাহিনীর পদগুলোতে বৈচিত্র্যের প্রয়োগ ঘটাচ্ছেন মার্কিন বাহিনীকে তাদের থেকে মুক্ত করবেন তিনি।
যুক্তরাষ্ট্রের রক্ষণশীলরাও সামরিক বাহিনীর এ ‘বৈচিত্র্যের’ বিরোধিতা করেছেন। রক্ষণশীল হেগসেথও সেই ধারার মানুষ আর তিনি পরবর্তী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হলে তা ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে সঠিক নির্বাচন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এমনটি হলে হেগসেথের সাথে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান, বিমানবাহিনীর জেনারেল চার্লস কিউ ব্রাউনের দ্বন্দ্ব বাঁধতে পারে বলে জানিয়েছে রয়টার্স। পদাধিকার বলে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ সামরিক উপদেষ্টা। যুদ্ধবিমানের সাবেক পাইলট ব্রাউনের প্রশান্ত মহাসাগরে ও মধ্যপ্রাচ্যে বাহিনীর নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে।
এই জেনারেল ব্রাউন ‘বামপন্থী রাজনীতিকদের কট্টর অবস্থান অনুসরণ করছেন’ বলে হেগসেথ অভিযোগ করেছেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নেটোকে নিয়ে সন্দেহবাদী হেগসেথ সম্ভবত ট্রাম্পের বেছে নেওয়ার সহকর্মীদের মধ্যে সবচেয়ে বিস্ময় সৃষ্টিকারী হবেন। পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথের মনোনয়ন ঘোষণার কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলের কিছু সদস্য এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন।


আরো সংবাদ



premium cement
অনুশোচনা নেই আওয়ামী লীগে, যে অপেক্ষায় তারা রাতে মাঠে নামছে চিরচেনা ব্রাজিল, ভোরে বিশ্বজয়ী আর্জেন্টিনা কাঁঠালিয়ায় মোটরসাইকেলচাপায় গৃহবধূ নিহত, আহত ২ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি : মাহমুদুর রহমান সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে সোপর্দ করল জনতা বিএলআরআইয়ের ভূমিকা হওয়া উচিত দেশীয় জাত সংরক্ষণ : ফরিদা আখতার কেউ যাতে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে : আসিফ নজরুল প্রশাসক নিয়োগ করে পোশাক কারখানায় সমস্যা সমাধান সম্ভব? খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন তিন দিনের মধ্যে এনআইডিকে ক্যাটাগরি করার নির্দেশ ইসির

সকল