সেখ বশিরকে উপদেষ্টা করায় ড. ইউনূসকে অভিনন্দন
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৪ নভেম্বর ২০২৪, ০২:১৬
দৈনিক নয়া দিগন্তের অন্যতম পরিচালক শেখ আজিজ উদ্দীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে সেখ বশির উদ্দীনকে নিয়োগ দেয়ায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন।
গতকাল বুধবার এক বিবৃতিতে আজিজ উদ্দীন বলেন, শিল্পপতি ও ব্যবসায়ী বশির উদ্দীনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া দূরদর্শী ও যুগোপযোগী সিদ্ধান্ত। যারা তার সমালোচনা করছেন তাদের বিনয়ের সঙ্গে বলছি, বশির উদ্দীন একজন সাচ্চা জাতীয়তাবাদী ও ইসলামী ভাবধারায় বিশ্বাসী এবং ফ্যাসিবাদের কট্টর সমালোচক।
আজিজ উদ্দীন বলেন, বশির উদ্দীন একজন ডায়নামিক ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা। তিনি কখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলেননি। সজ্জন ও জ্ঞানী ব্যক্তি হিসেবে তিনি কখনো যশোর-১ আসনে নির্বাচিত সংসদ সদস্য ও তার ভাই আফিল উদ্দীনের পক্ষে কথা বলেননি অথবা তার জন্য ভোট চাননি। নির্বাচনের সময় তিনি যশোর একবারও যাননি। আফিল উদ্দীন তার ভাই হলেও চিন্তা-চেতনায় আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট সরকারবিরোধী ছিলেন বলে বশির উদ্দীন তার ভাইয়ের পক্ষে কখনো কথা বলেননি।
বিবৃতিতে আজিজ উদ্দীন আরো বলেন, ব্যবসায়ী সমাজে বশির উদ্দীনকে যারা চেনেন, তারা জানেন সবসময় ফ্যাসিস্টবিরোধী হিসেবে নিভৃতে তিনি অনেক অবদান রেখেছেন। তার পদক্ষেপ ছিল ৫ আগস্টের পক্ষে। জাতীয়তাবাদ ও ইসলামী ভাবধারায় তিনি সমৃদ্ধ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা