১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ট্রাইব্যুনালে ৯ র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে পা হারানো লিমনের অভিযোগ দায়ের

জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের অনুমতি
-

র‌্যাবের গুলিতে পা হারানো মুহাম্মদ লিমন হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক র‌্যাব কর্মকর্তা জিয়াউল হাসান, মেজর রাশেদসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর তিনি এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ দায়ের করার পর লিমন হোসেন সাংবাদিকদের বলেন, আমি সুষ্ঠু বিচার চাই। ন্যায়বিচারের আশা নিয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি। তিনি বলেন, ৯ জন র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। এ ছাড়া আরো চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা আসামির কথা উল্লেখ করা হয়েছে।
অভিযোগে তিনি বলেছেন, আমার অভিযোগ হচ্ছে র‌্যাব একটি সন্ত্রাসী সংগঠন, তাই আমার পক্ষ থেকে বিলুপ্তির দাবি জানাচ্ছি। ফ্যাসিষ্ট হাসিনা সরকারের সময়কালে সবচেয়ে বেশি নির্যাতিত ও নিপীড়িত হয়েছি। র‌্যাব-৮ এর কিছু সদস্য আমাকে হত্যার উদ্দেশ্যে আটকিয়ে গুলি করে।
মামলা করতে গেলে তাদের বিরুদ্ধে কেউ মামলা নিতে চায়নি। কোনোরকম দায়সারাভাবে মামলা রেকর্ড করে তৎকালীন দায়িত্বে থাকা ব্যক্তিরা।
১৩ বছর ধরে আমি ও আমার পরিবার হয়রানির শিকার হয়ে আসছি। বিভিন্নভাবে কোনো একটি রাষ্ট্রীয় বাহিনীরত বিরুদ্ধে মামলা করলাম। একটি মামলায় এ যাবত আমরা পাঁচবার নারাজি দিয়েছি এবং দুইবার তিনবার রিভিউ আবেদন করি। কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা পাইনি।
আমি ও আমার পরিবার ২০১১ সালের পর থেকেই ফ্যাসিষ্ট সরকারের দোষরদের কর্তৃক বারবার হামলা মামলার শিকার হচ্ছি। তাই আমি ও আমার পরিবারের সবার নিরাপত্তা চাই রাষ্ট্রের কাছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্রুত বিচারকার্য সম্পন্ন করে দোষীদের শাস্তি ও আমার ক্ষতি পূরণের দাবি করছি।

২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে র‌্যাবের অভিযানের সময় লিমন হোসেন গুলিবিদ্ধ হন। তিনি অভিযোগ করেন, র‌্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে পায়ে গুলি করেন। এর কয়েক দিন পর ঢাকার পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা তার বাম পা কেটে ফেলতে বাধ্য হন।
জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের অনুমতি : মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার এনটিএমসির সাবেক ডিজি ও বরখাস্তকৃত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
এ বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এনটিএমসির সাবেক ডিজি ও বরখাস্তকৃত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান, যার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। তদন্ত সংস্থায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে। অসংখ্য হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা, গুমের সাথে তার সম্পৃক্ততা। তদন্ত সংস্থা ইতোমধ্যে প্রমাণ পেয়েছে। বাকি তদন্ত পূর্ণাঙ্গভাবে হলে তার ব্যাপারে জানা যাবে। তিনি অলরেডি গ্রেফতার আছেন।
তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। কার মাধ্যমে তিনি এ হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন। সেটা জানার স্বার্থে আইন অনুসারে তাকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছি। আদালত সে অনুমতি দিয়েছেন। নির্ধারিত তারিখে জিজ্ঞাসাবাদ করা হবে।

 


আরো সংবাদ



premium cement
গাজার যুদ্ধে ‘প্রকৃত বিরতির’ আহ্বান ব্লিংকেনের পার্লমেন্টে আস্থা ভোট দেবেন জার্মান চ্যান্সেলর বাতাসে কদবেলের ঘ্রাণ! জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনে অভিজ্ঞতা বর্ণনা করলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইউক্রেনকে আরো সহায়তা দিতে ব্লিংকেনের প্রতিশ্রুতি ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের লাভ? মন্ত্রিসভায় চীন-পাকিস্তানবিরোধী ব্যক্তিরা! লড়াই করেও ভারতের কাছে হেরে গেল দ. আফ্রিকা

সকল