১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাজা লেবানন সিরিয়ায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ৯৪

-

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড, লেবানন ও সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে ৯৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন প্রায় অর্ধশত ফিলিস্তিনি। লেবাননে নিহত হয়েছেন আরো ৩৮ জন। নিহতদের মধ্যে সাতজন শিশুও রয়েছে। আর সিরিয়ায় ইসরাইলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন আরো সাতজন। গতকাল সোমবার এই তথ্য জানিয়েছে আলজাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, রোববার ইসরাইলি বাহিনী গাজা ভূখণ্ডজুড়ে অন্তত ৪৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে। এর মধ্যে উত্তর গাজার জাবালিয়াতে ইসরাইলি বাহিনী একটি হামলাতেই নিহত হয়েছেন ৩৬ জন।
এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৬০৩ জনে পৌঁছেছে বলে গত রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এ ছাড়া এক বছরেরও বেশি সময় চলা এই হামলায় আহত হয়েছেন আরো এক লাখ দুই হাজার ৯২৯ ফিলিস্তিনি। অন্য দিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনী গত ২৪ ঘণ্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে, তাতে আরো ৩৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানী বৈরুতের উত্তরে আলমাত গ্রামে হামলায় ২৩ জন নিহত হয়েছেন। আলমাত গ্রামে হওয়া এই হামলায় নিহতদের মধ্যে সাত শিশুও রয়েছে। গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে। হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। গত সপ্তাহে লেবাননে অভিযানরত ইসরাইলি বাহিনীর ৭০ জন সেনাকে হত্যার দাবি করেছে তারা। অবশ্য ঠিক কত দিনে এই সেনারা নিহত হয়েছেন, তা এই বিবৃতিতে উল্লেখ করেনি হিজবুল্লাহ। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় এখন পর্যন্ত তিন হাজার ১৮৯ জন নিহত এবং ১৪ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। রোববার সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী দামেস্কের একটি আবাসিক ভবনে ইসরাইলি বাহিনী এই বোমা হামলা চালায় এবং এতে অন্তত সাতজন নিহত হয়েছেন।

এ দিকে হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড জানিয়েছে, রোববার তারা জাবালিয়ার উত্তর দিকের বেইত লাহিয়া শহরে আক্রমণ চালিয়ে ১৫ ইসরাইলি সেনাকে হত্যা করেছে। তবে তাদের এ দাবির বিষয়ে ইসরাইল কোনো মন্তব্য করেনি আর রয়টার্সও বিষয়টি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
বাংকারেই অফিস করছেন নেতানিয়াহু : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিগত প্রায় মাস খানেক সময় ধরে বাংকারেই অফিস করছেন। গত ১৯ অক্টোবর ভূমধ্যসাগরের উপকূলবর্তী শহর সিজারিয়ায় অবস্থিত তার বাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলার পর থেকেই তিনি ভূগর্ভস্থ ব্যাপক সুরক্ষিত কামরায় অফিস করছেন। এমনকি নিরাপত্তা সঙ্কটে নিজের ছেলে আভনের বিয়ের তারিখও পিছিয়েছেন।
ইসরাইলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২ এর বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল। চ্যানেল-১২ এর খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিচে ভূগর্ভস্থ একটি সুরক্ষিত কামরায় থেকেই বেশির ভাগ কাজ করছেন। খবরে বলা হয়েছে, সিজারিয়ায় তার বাড়িতে হিজবুল্লাহর হামলার পর থেকেই তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওপরের তলায় অবস্থিত তার জন্য নির্ধারিত কামরায় স্বাভাবিকভাবে অফিস করছেন না। ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনা অনুসারেই তিনি এ ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানিয়েছে চ্যানেল-১২। খবরে আরো বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সহকর্মীদের বলেছেন, ড্রোন ও অন্যান্য হামলার ঝুঁকির কারণে তাকে ব্যাপকভাবে সুরক্ষিত একটি ভূগর্ভস্থ কামরা থাকার পরামর্শ দেয়া হয়েছে এবং তাকে পরিচিত ‘স্থায়ী স্থানগুলো’ এড়িয়ে চলতে বলা হয়েছে।


আরো সংবাদ



premium cement