উপদেষ্টা হলেন আরো তিনজন
- নিজস্ব প্রতিবেদক
- ১১ নভেম্বর ২০২৪, ০১:৩৬
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন আররা তিন জন। গতকাল রোববার সন্ধ্যায় নতুন তিন উপদেষ্টা শপথ নিয়েছেন। শপথ নেয়া নতুন উপদেষ্টারা হলেন ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল বিকেলে বিভিন্ন সংবাদমাধ্যমে পাঁচজন উপদেষ্টার শপথ নেয়ার কথা প্রচারিত হলেও শপথ নিলেন তিনজন। তাদের দায়িত্ব এখনো বণ্টন করা হয়নি।
সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
নতুন উপদেষ্টাদের মধ্যে সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম সেখ আকিজ উদ্দিনের সন্তান।
মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। দুই দশকের বেশি সময় ধরে তিনি চলচ্চিত্র, নাটক নির্মাণ করে দেশ ও দেশের বাইরে অনেক খ্যাতি অর্জন করেছেন।
অপর দিকে মাহফুজ আলম ২৮ আগস্ট থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কাজ করছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র মাহফুজ স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর আলোচনায় আসেন।।
এর আগে চার দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের ২১ উপদেষ্টা। এর মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম। পরে ১৬ আগস্ট আরো চার জন শপথ নিলে উপদেষ্টার সংখ্যা দাঁড়ায় ২১ জনে।
দফতর পুনর্বণ্টন : এ দিকে নতুন যুক্ত হওয়া তিনজনসহ আরো কয়েকজন উপদেষ্টার দফতর পুনর্বণ্টন করা হয়েছে। নতুন উপদেষ্টাদের মধ্যে শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী দেয়া হয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে মাহফুজ আলমকে কোনো দফতর দেয়া হয়নি।
গতকাল রাতে উপদেষ্টাদের দফতর বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছয়টি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। দফতর পুনর্বণ্টনের পর তিনি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্রবাহিনী বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। সালেহউদ্দিন আহমেদ শুধু অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। ড. আসিফ নজরুল তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এখন তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
হাসান আরিফ ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত আলী ইমাম মজুমদার দায়িত্ব পালন করবেন খাদ্য মন্ত্রণালয়ের। এম সাখাওয়াত হোসেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবে আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা