১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে ঢাকার উদ্বেগ

-

মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে লক্ষ্যচ্যুত মর্টার শেল বাংলাদেশ সীমান্তে এসে পড়া ও বাংলাদেশীদের নৌকায় গুলি বর্ষণের ঘটনা ঘটছে। এসব ঘটনা বাংলাদেশের সীমান্তবর্তী জনগোষ্ঠীর মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে এবং তাদের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। এ ধরনের ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন।
গতকাল ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোর সাথে বৈঠকে পররাষ্ট্র সচিব এ সব একথা বলেন। বৈঠকে পররাষ্ট্র সচিব বিশেষ করে মিয়ানমারের রাখাইন রাজ্যের ক্রমবর্ধমান অশান্ত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এ পরিস্থিতি রোহিঙ্গা বাস্তুচ্যুতিকে আরো তীব্র করছে। বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বাড়ছে। আগে থেকেই বাংলাদেশে আশ্রয় নেয়া ১২ লাখ রোহিঙ্গার সাথে নতুনরা যোগ হচ্ছে।
কক্সবাজারে তার সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করে জসিম উদ্দিন বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলার অবনতি, অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি, আশ্রয়কেন্দ্রের মধ্যে সহিংস সংঘর্ষ, মাদক চোরাচালান ও মানবপাচার বাড়ছে। এ সব বিষয় স্থানীয় প্রশাসন ও সম্পদের ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করেছে। এটা পরিবেশগত ও অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশের আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায় উল্লেখ করে পররাষ্ট্র সচিব নতুন বাস্তুচ্যুতি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।
মিয়ানমারের রাষ্ট্রদূত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার কথা স্বীকার করে সম্ভাব্য সমাধানের পথ নিয়ে নেইপিডোর সাথে কথা বলবেন বলে জানান।
উভয় পক্ষ রাখাইনে সম্ভাব্য দুর্ভিক্ষ নিয়ে ইউএনডিপির পূর্বাভাস নিয়েও আলোচনা করে।

 


আরো সংবাদ



premium cement
রূপগঞ্জে ফতুল্লা ব্যবসায়ীর ৭ টুকরো লাশটির পরিচয় শনাক্ত কুইক রেন্টালে দায়মুক্তির বিধান অবৈধ : হাইকোর্টের রায় হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেফতার চুয়াডাঙ্গায় নারীর বিবস্ত্র-অর্ধগলিত লাশ উদ্ধার জাতীয় নির্বাচন কবে, জানালেন প্রধান উপদেষ্টা খুলনায় স্বর্ণের বারসহ যুবক গ্রেফতার সিলেটে দোকানে রেফ্রিজারেটর বিস্ফোরণে দগ্ধ ৭ আন্দোলনকারীদের স্বপ্ন বাস্তবায়নের দাবি আহত স্বাধীনের চায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতারা শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনের ভোট চলছে লেবাননের আরো অভ্যন্তরে ঢোকার চেষ্টা, ৬ ইসরাইলি সৈন্য নিহত

সকল