আন্তঃদেশীয় অপরাধী নেটওয়ার্কের অভিন্ন চ্যালেঞ্জ রয়েছে : মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
- কূটনৈতিক প্রতিবেদক
- ১১ নভেম্বর ২০২৪, ০১:৩৩
মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) মেগান বোল্ডিন বলেছেন, আন্তঃদেশীয় অপরাধী নেটওয়ার্কের কাছ থেকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ অভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন, যা সীমান্তের অন্য পারেও কাজ করে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা এ নেটওয়ার্ককে বাধাগ্রস্ত করতে পারি এবং আমাদের জনগণের জন্য আরো নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে পারি।
গতকাল রাজধানীতে পুলিশ স্টাফ কলেজে ‘এন্টি মানি লন্ডারিং এন্ড কাউন্টার থ্রেট ফাইনেন্স’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেগান বোল্ডিন এ সব কথা বলেন। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইপিজি মতিউর রহমান সিদ্দিকী এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের ভাইস রেক্টর মোহাম্মদ গোলাম রসুল।
বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহযোগিতায় যুক্তরাষ্ট্র দূতাবাস এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের অর্থায়নে হাতে নেয়া কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে দেশটির সিক্রেট সার্ভিস। অর্থনৈতিক ও সাইবার অপরাধ মোকাবেলায় বাংলাদেশী কর্মকর্তাদের তদন্ত ও কারিগরি দক্ষতা বাড়ানো কর্মসূচির লক্ষ্য।
ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অর্থনৈতিক অপরাধ, মানবপাচার ও সন্ত্রাসবাদের মতো বহুমুখী ঝুঁকি মোকাবেলায় দ্বিপক্ষীয় সহযোগিতা ওপর গুরুত্বারোপ করেন।
বছরব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে ওপেন সোর্স ইন্টালিজেন্স ও ক্রিপ্টোকারেন্সি ট্র্যাকিংসহ অর্থনৈতিক তদন্তে গুরুত্বপূর্ণ কারিগরি দিকের ওপর আলোকপাত করা হবে। এটি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তথ্য-প্রমাণ সংগ্রহ ও মামলা প্রস্তুতের ক্ষেত্রে আন্তর্জাতিক মান সম্পর্কে প্রশিক্ষণ দেবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা