১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আলোচনা সভায় তারেক রহমান

যে যে রাজনীতিতেই বিশ্বাস করেন এক জায়গায় এসে দাঁড়ান

-


নিরপেক্ষ নির্বাচন প্রশ্নে বিএনপি কোনো আপস করবে না ঘোষণা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কয়েক দিনের মধ্যে আপনারা দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি ইউনিয়নে যাচ্ছেন, কৃষকদের সাথে কথা বলবেন, প্রাইমারি স্কুলের শিক্ষকদের সাথে কথা বলবেন, গৃহিণী, দোকানদার, কর্মচারীর সাথে কথা বলবেন, তাদের প্রত্যেককে একটি বার্তা দিতে হবে যে, আপনি যে রাজনীতিতেই বিশ্বাস করেন না কেন, একটি জায়গায় এসে দাঁড়ান; অর্থাৎ আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দিন, কিন্তু ভোট যাতে হয় এ ব্যবস্থাটা করতে হবে যেকোনো মূল্যে।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দলের প্রশিক্ষণ কর্মক্রমের উদ্বোধন ও আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন তারেক রহমান। কৃষক দল আগামী তিন মাস ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, আমাদের স্পষ্ট বার্তা- নিরপেক্ষভাবে ভোট হতে হবে, এটার সাথে কোনো কম্প্রমাইজ নেই। যদি এটি নিশ্চিত করা যায় ইনশা আল্লাহ ধীরে ধীরে আমরা দেশের সমস্যার সমাধান, মানুষের সমস্যার সমাধান কমিয়ে আনতে সক্ষম হব। কাজেই এর সাথে কোনো আপস নেই।

তারেক বলেন, আগের ওই ডামি নির্বাচন হবে না, নিশিরাতে নির্বাচন হতে পারবে না। দিনের আলোতে ভোট হতে হবে, যাকে খুশি তাকে ভোট দেয়ার স্বাধীনতা থাকতে হবে, নিরাপদে ভোট দেয়ার স্বাধীনতা থাকতে হবে। ভোট কেন্দ্রে যাবে, লাইন ধরবে, ভোট দিয়ে আসবে। তার মত সে প্রকাশ করবে, কোনো ভয় থাকবে না, ভীতি থাকবে না।
ষড়যন্ত্র থেমে নেই : তারেক বলেন, ‘দেশ, দেশের মানুষ ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। এটা কিন্তু আপনারা পত্রপত্রিকার বিভিন্ন নিউজের মাধ্যমে ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন টেলিফোনের আলাপেও কমবেশি জানতে পারছেন। জাতীয়তাবাদী শক্তির সব নেতাকর্মীকে বলব, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই এ কথাটি প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, আমরা যতক্ষণ পর্যন্ত না দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে সক্ষম হবো, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু স্বাভাবিক হবে না। আজকের এই বাজারমূল্যের যে সিন্ডিকেট, তা ভাঙা সম্ভব হবে না। কারণ এটিকে যদি ভাঙতে হয়, বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হয় তাহলে প্রকৃত জনপ্রতিনিধি দরকার যারা মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে নিশ্চিত করতে না পারলে জনগনের কাছে জবাবদিহি করে এরকম ব্যক্তিদের সামনে আনতে না পারলে কোনোভাবেই আমরা কিছু করতে পারব না।

ক্ষমতায় গেলে আবার খাল খনন করা হবে : বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের স্বার্থে নানা পদক্ষেপ নেয়া হবে জানিয়ে তারেক রহমান বলেন, আগামীতে ইনশা আল্লাহ বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমরা শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি শুরু করব। এটি আমাদের শুরু করতে হবে কৃষকের পানির সুবিধার কারণে, রিজার্ভ ওয়াটারের কারণে। তিনি বলেন, পানির স্তর নিচে নেমে গেছে, এটাও কিন্তু আমাদের বিপদের কারণ। পানির অভাবে ফসল উৎপাদন বাধাগ্রস্ত হয়। খাল খননের মাধ্যমে শহীদ জিয়া পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। যেখানে একটি ফসল হতো সেখানে পানির কারণে দু’টি হয়েছিল, দু’টি ফসলের জায়গায় তিনটি ফসল হয়েছিল।
কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাধারণ সম্পাদক পদ স্থগিত থাকা নেতা শহিদুল ইসলাম বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।


আরো সংবাদ



premium cement
এলএনজি টার্মিনালের দরপত্র প্রক্রিয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পেট্রোবাংলা! জোড়া শতকে কিউইদের বিপক্ষে বড় জয় শ্রীলঙ্কার গাজার যুদ্ধে ‘প্রকৃত বিরতির’ আহ্বান ব্লিংকেনের পার্লমেন্টে আস্থা ভোট দেবেন জার্মান চ্যান্সেলর বাতাসে কদবেলের ঘ্রাণ! জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনে অভিজ্ঞতা বর্ণনা করলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইউক্রেনকে আরো সহায়তা দিতে ব্লিংকেনের প্রতিশ্রুতি ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড

সকল