০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`
বিক্ষোভে নেতানিয়াহুর পদত্যাগ দাবি

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট বরখাস্ত

-


ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টকে পদচ্যুত করেছেন। ‘আস্থার সঙ্কট’ এর কারণ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। গ্যালান্টকে বরখাস্ত করার পর দেশজুড়ে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। নেতানিয়াহু জানান, দু’জনের মধ্যে ‘বিশ্বাসের সঙ্কট’ তৈরি হওয়ায় গ্যালান্টকে অপসারণের সিদ্ধান্ত নেন। গ্যালান্টের বদলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইসরাইল কাটজ দায়িত্ব নেবেন। আলজাজিরা ও রয়টার্স।
গ্যালান্ট সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘ইসরাইলের নিরাপত্তাই আমার জীবনের একমাত্র লক্ষ্য।’ তার অপসারণের কারণ হিসেবে নেতানিয়াহু বলেন, গ্যালান্টের সাথে সাম্প্রতিক মাসগুলোতে তার বিশ্বাসে ফাটল ধরেছে এবং সরকারি সিদ্ধান্তের বিপরীতে গ্যালান্টের কিছু মন্তব্য ও পদক্ষেপের কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। গাজা যুদ্ধে কৌশলগত মতবিরোধ নিয়ে নেতানিয়াহু ও গ্যালান্টের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। গ্যালান্ট বলেছেন, হামাসের সাথে বন্দী মুক্তির জন্য সমঝোতাকে অগ্রাধিকার দিতে হবে, কিন্তু এখানেই প্রেসিডেন্টের সাথে মতের অমিল হয়েছে।
বিক্ষোভ ও জনগণের প্রতিক্রিয়া : গ্যালান্টের বরখাস্তের ঘোষণার পর, তেল আবিবসহ বেশ কিছু স্থানে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন অসংখ্য মানুষ। তারা নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন এবং নতুন প্রতিরক্ষামন্ত্রীর প্রতি বন্দী মুক্তির প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন। আয়ালন হাইওয়েতে কিছু বিক্ষোভকারী আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। হামাসের হাতে বন্দী থাকা ব্যক্তিদের পরিবারের একটি সংগঠন নেতানিয়াহুর এই পদক্ষেপের সমালোচনা করেছে। তারা বলেছেন, এটি বন্দী মুক্তি প্রক্রিয়া নস্যাৎ করার একটি কৌশল। তারা নতুন প্রতিরক্ষামন্ত্রীর প্রতি ‘যুদ্ধ বন্ধ এবং বন্দী মুক্তির জন্য সমঝোতা নিশ্চিত করার’ আহ্বান জানিয়েছে।

রাজনৈতিক প্রতিক্রিয়া : গ্যালান্টের বরখাস্তের পর ইসরাইলের বিরোধী দলের নেতারা প্রতিবাদে জনগণকে রাস্তায় নামার আহ্বান জানান। নেতানিয়াহুর এই সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন প্রতিনিধি জানিয়েছেন, ‘গ্যালান্ট ইসরাইলের প্রতিরক্ষা সংক্রান্ত সব বিষয়ে গুরুত্বপূর্ণ অংশীদার ছিলেন।’
নতুন প্রতিরক্ষামন্ত্রী কাটজ : নেতানিয়াহু ফিলিস্তিনি ছিটমহল গাজা ও লেবাননে ইসরাইলের যুদ্ধে নেতৃত্ব দেয়ার জন্য মঙ্গলবার নিজের ঘনিষ্ঠ মিত্র ইসরাইল কাটজকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। এই সিদ্ধান্তের মাধ্যমে নেতানিয়াহু সঙ্কটকালীন একটি সময়ে জাতীয় নিরাপত্তার চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দিয়েছেন বলে তার সমালোচকরা অভিযোগ করেছেন। গাজা ও লেবাননে চলমান যুদ্ধের পাশাপাশি ইসরাইল ইরানের সম্ভাব্য পাল্টা হামলা মোকাবেলার জন্যও প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে। ২৬ অক্টোবর ইরানে ইসরাইলের চালানো বিমান হামলার ‘দাঁত ভাঙা’ জবাব দেয়ার প্রত্যয় জানিয়েছে তেহরান। এই নিয়ে শঙ্কিত হয়ে আছে ইসরাইলিরা। এই দুই আঞ্চলিক শক্তির এসব হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা পর্যবেক্ষকদের। এ পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে টানটান উত্তেজনা চলছে।
গ্যালান্ট ও নেতানিয়াহু, উভয়েই ডানপন্থী লিকুদ পার্টির পার্টির সদস্য। কিন্তু ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে গাজায় ১৩ মাস ধরে চলা ইরসাইলের যুদ্ধের লক্ষ্য নিয়ে কয়েক মাস ধরে দু’জনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন চলার মধ্যে গ্যালান্টকে পদচ্যুত করার এই সিদ্ধান্ত বিস্ময় হয়ে এসেছে।


আরো সংবাদ



premium cement
রিকেলটনের ২৫৮, দক্ষিণ আফ্রিকার রান পাহাড় ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক

সকল