রাষ্ট্র সংস্কারের ৩১ দফাকে নতুন করে ব্র্যান্ডিং করবে বিএনপি
- বিশেষ সংবাদদাতা
- ০৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৬
রাষ্ট্রকাঠামো মেরামতে ঘোষিত ৩১ দফা রূপরেখা নতুন করে ব্র্যান্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। চলতি মাসের যেকোনো দিন এটি আবার জাতির সামনে তুলে ধরা হতে পারে।
গত রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গুলশান কার্যালয়ে এই বৈঠক হয় ।
বৈঠকে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, বিএনপি ও সমমনা দলগুলোর ঘোষিত ৩১ দফা হচ্ছে আগামী দিনে বিএনপির রাষ্ট্র পরিচালনার একটি দলিল। এখন পর্যন্ত যারা রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নানা কথা বলছেন, বিভিন্ন ফর্মুলা দিচ্ছেন-তা কোনো ভাবনাই ৩১ দফা রূপরেখার বাইরে নয়। তবে গত বছর এই রূপরেখা ঘোষণা করা হলেও নানা কারণে এটি জনগণের মধ্যে ব্যাপকভাবে তুলে ধরা যায়নি। ফলে ৩১ দফা সম্পর্কে মানুষের ধারণাও স্পষ্ট নয়। তাই রাষ্ট্রকাঠামো মেরামতের এই রূপরেখাকে আবারো আনুষ্ঠানিকভাবে জাতির সামনে তুলে ধরবে বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, বর্তমানে তিন ধাপে ৩১ দফা রূপরেখাকে ব্যাপক আকারে মানুষের কাছে নিয়ে যেতে চায় বিএনপি। সেটি হলো- প্রচার, বিতরণ ও মতামত গ্রহণ। এর অংশ হিসেবে দল, অঙ্গ-সহযোগী সংগঠন এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে প্রশিক্ষণ দিচ্ছে তারা। ইতোমধ্যে অনেককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আগামীতেও এই প্রশিক্ষণকার্যক্রম অব্যাহত রাখবে দলটি। প্রশিক্ষিত লোকেরা সারা দেশের বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতে ওয়ার্কশপের মাধ্যমে জনগণকে ৩১ দফা সম্পর্কে বিস্তারিত জানাবে। একই সাথে এই রূপরেখাকে আরো সমৃদ্ধ করতে বিশেষজ্ঞ ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মতামতও গ্রহণ করবে দলটি। এ লক্ষ্যে বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতে পর্যায়ক্রমে সেমিনার আয়োজন করা হবে। সেখানে প্রাপ্ত মতামতগুলো সন্নিবেশিত করে ৩১ দফাকে আরো যুগোপযোগী ও সমৃদ্ধ করা হবে। আর বিএনপি আগামীতে নির্বাচনে বিজয়ী হলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনরত দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার গঠন করে রাষ্ট্রকাঠামো মেরামতের এই রূপরেখা বাস্তবায়ন করবে।
২০২২ সালের ৩১ ডিসেম্বর ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলন শুরুর পর আন্দোলনরত সমমনা দলগুলোর সাথে আলোচনায় ঐকমত্যের ভিত্তিতে ৩১ দফা প্রণয়ন করে বিএনপি। যেটা গত বছরের ১৩ জুলাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দলটি। এছাড়া বৈঠকে সাংগঠনিক ও চলমান রাজনৈতিক নানা ইস্যু নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানা গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা