০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

সারদায় প্রশিক্ষণরত আরো ৫৮ এসআইকে অব্যাহতি

-

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরো ৫৮ এসআইকে শৃঙ্খলা ভঙের অভিযোগে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, একজন বাদে শৃঙ্খলা ভঙ্গের জন্য নিয়ম অনুযায়ী তাদের শোকজ করা হয়। এর আগে তাদের দেয়া শোকজ নোটিসের সন্তোষজনক জবাব না পাওয়ায় ৫৮ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। সম্প্রতি ২৫২ জনকে অব্যাহতি দেয়া হয়েছিল। এ নিয়ে ৩১০ জন এসআইকে অব্যাহতি দেয়া হলো।
সারদায় পুলিশ একাডেমি সূত্র জানায়, গত ২১ ও ২৪ অক্টোবর তাদের কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা প্রশিক্ষণ ক্লাসে এলোমেলোভাবে বসে হইচই করে শৃঙ্খলা ভঙ্গ করেছে। পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত পৃথক দু’টি চিঠিতে প্রথমে ১০ জনকে এবং পরে ৪৯ জনকে ওই চিঠি দেয়া হয়।

ওই সূত্র আরো জানায়, গত ২১ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চেমনি মেমোরিয়াল হলে আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারার ওপর ক্লাস ছিল প্রশিক্ষণরত এসআইদের। প্রশিক্ষণ চলাকালে পরিদর্শক পদমর্যাদার চারজন প্রশিক্ষক দেখতে পান, সিটে বসার সময় শৃঙ্খলার সাথে না বসে এলোমেলোভাবে বসে হইচই করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এসআইরা। একজন প্রশিক্ষক বারবার শৃঙ্খলার সাথে বসতে বললেও নির্দেশ অমান্য ও কর্ণপাত না করে বসা নিয়ে হইচই করতে থাকেন। এর আগে গত ২১ অক্টোবর সারদাতেই প্রশিক্ষণরত একই ব্যাচের ২৫২ জন এসআইকে ‘সমাপনী কুচকাওয়াজের অনুশীলন প্যারেডে ‘নাশতা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির’ কারণ দেখিয়ে অব্যাহতি দেয়া হয়।

 


আরো সংবাদ



premium cement