০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করতে হবে : ডা: তাহের

রাজধানীতে ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ আয়োজিত জাতীয় সিরাতুন্নবী সেমিনারে অতিথিরা : নয়া দিগন্ত -

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত খাতগুলোর মধ্যে ভয়াবহ হচ্ছে স্বাস্থ্য খাত। এ খাতে বাজেট বৃদ্ধি হওয়া দরকার ও বরাদ্দকৃত বাজেট যাতে কাজে লাগে এটা নিশ্চিত করা দরকার। তিনি অন্তর্বর্তী সরকারের কাছে এ খাতকে দুর্নীতিমুক্ত করার আহ্বান জানান।
গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন মিঝি। প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিয়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক পিএইচডি গবেষক আবুল হাসনাত মো: মোরতাজা।
ডা: তাহের বলেন, মানুষকে চিকিৎসা করানোর সুযোগ আল্লাহর পক্ষ থেকে বিরাট নেয়ামত। হাসপাতালের ডাক্তারদের পার্সেন্টেজ দেয়া যাবে না। টাকা দিয়ে ওষুধ লেখানো এটা শরিয়তে হারাম। সুতারাং ‘নো পারসেন্টেজ’। এটা হবে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, বিজনেস ওরিয়েন্টেড হতে পারবে না। স্বাস্থ্যসেবায় বেশি মুনাফা করা যাবে না।

সিরাত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নুরুল ইসলাম বুলবুল বলেন, মানুষের যে মানবিক সত্তা বা ইসলাম যে বিধান দিয়েছে তা যদি কেউ অনুসরণ করে তার মানসিক স্বাস্থ্য ভালো থাকে। মনকে আল্লাহ যেভাবে চায় সেভাবে যদি পরিচালিত করে তবে ব্যক্তির শারীরিক স্বাস্থ্যও ভালো থাকে। ইসলামের বিধিবিধান যদি আমরা ব্যক্তিগত ও পারিবারিক জীবনে মেনে চলতে পারি তবে অন্যান্য দিকের মতো স্বাস্থ্যগত দিক থেকেও আমরা সুস্থ থাকতে পারি। সমাজ বিনির্মাণে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কুরআনে গাইডলাইন আছে। মানুসিক ও শারীরিক সুস্থতার জন্য বড় গাইড লাইন হচ্ছে আল কুরআন। পুরো কুরআন আর রাসূলের জীবনী মানলে তার অসুস্থতার সুযোগ নেয়।
তিনি আরো বলেন, আমাদের দুর্ভাগ্য ৯০ ভাগ মুসলমানের দেশে এই বিষয়টি পরিষ্কার নয়। তিনি চিকিৎসকদেরও সচেতন হতে বলেন। হালাল ও হারাম মেনে সবাইকে জীবন যাপন করতে বলেন। তিনি বলেন, একজন মানুষকে মানবিকতাবোধ সম্পন্ন হতে হবে। চিকিৎসা খাতকে দুর্নীতি থেকে বাঁচাতে সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে আহ্বান জানান তিনি।


আরো সংবাদ



premium cement
জাতীয় গ্রিডে যুক্ত হলো আরো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস বরিশাল মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিলামে উঠছে এস আলম গ্রুপের বন্ধকি সম্পত্তি ঢাকায় পুলিশের ‘বিশেষ চেকপোস্ট’ কার্যক্রম শুরু চিংড়ির উৎপাদন বাড়ানোর আহ্বান বাণিজ্য উপদেষ্টার তথ্য ফাঁসের দায়ে নেতানিয়াহুর মুখপাত্র-উপদেষ্টাসহ ৪ ইসরাইলি কর্মকর্তা গ্রেফতার মিরসরাইয়ে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার সেপ্টেম্বরের পর থেকে প্রায় ৫ লাখ লেবানিজ সিরিয়ায় এসেছে আগামীকালের ইসলামি মহাসম্মেলন সাফল্যমণ্ডিত করার আহ্বান হজযাত্রীদের বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক প্রত্যাহার

সকল