জরিপে জাতীয় পর্যায়ে এগিয়ে কমলা, ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যে ট্রাম্প
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৩ নভেম্বর ২০২৪, ০২:১১
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোট গ্রহণের আর মাত্র দুই দিন বাকি। সময় যতই ঘনিয়ে আসছে, জানার আগ্রহ ততই বাড়ছে-কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে বিভিন্ন সংস্থা ও গণমাধ্যম জরিপ পরিচালনা করছে, চলছে নান বিশ্লেষণ। সম্প্রতি অক্টোবরের শেষ ১০ দিনে একটি জরিপ পরিচালনা করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। জরিপে দেখা গেছে, জাতীয় পর্যায়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তবে ব্যাটলগ্রাউন্ড স্টেটস বলে পরিচিত সাতটি অঙ্গরাজ্যের তিনটিতেই এগিয়ে ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত ডেটা বিশ্লেষণ প্রতিষ্ঠান ফাইভথার্টিএইটের ওয়েসবাইটে দেখা গেছে, পহেলা নভেম্বরের জরিপে কমলা হ্যারিস ৪৮ দশমিক শূন্য শতাংশ জনসমর্থন পেয়েছেন। আর ট্রাম্পের পক্ষে জনসমর্থন রয়েছে ৪৬ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ১ দশমিক ২ পয়েন্টে পিছিয়ে আছেন। আর দ্য গার্ডিয়ানের জরিপ অনুসারে, জাতীয় পর্যায়ে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ৪৮ শতাংশ উত্তরদাতা ভোটারের সমর্থন। যেখানে কমলা হ্যারিসের চেয়ে ১ পয়েন্ট কম পেয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাকে বেছে নিয়েছেন উত্তরদাতা ভোটারদের ৪৭ শতাংশ।
ফাইভথার্টিএইটের ওয়েসবাইট অনুসারে, এক মাস আগে গত পহেলা অক্টোবর এই দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ছিল আরো বেশি। ওই জরিপে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ২ দশমিক ৬ পয়েন্ট এগিয়েছিলেন কমলা হ্যারিস। ট্রাম্প পেয়েছিলেন ৪৫ দশমিক ৯ শতাংশ এবং কমলা হ্যারিস পেয়েছিলেন ৪৮ দশমিক ৬ শতাংশ জনসমর্থন। জরিপে দেখা গেছে, অক্টোবর মাসের শুরুতে কমলা হ্যারিসের জনসমর্থন ট্রাম্পের তুলনায় যতটা ছিল মাসের শেষের দিকে এসে সেটি কমেছে। নির্বাচনের মাত্র তিন দিন আগেও এগিয়ে আছেন কমলা হ্যারিস।
এদিকে ব্যাটলগ্রাউন্ড স্টেটস বা যেসব অঙ্গরাজ্য এবারের মার্কিন নির্বাচনে ব্যবধান গড়ে দেবে বলে ধারণা করা হচ্ছে, সেগুলোর মধ্যে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন চারটিতে। আর কমলা হ্যারিস এগিয়ে আছেন মাত্র তিনটি। বাকি দুটি অঙ্গরাজ্যে দুই প্রার্থীই সমানে সমান। গার্ডিয়ানের জরিপে উইসকনসিনের ভোটারদের মধ্যে ৪৯ শতাংশ উত্তরদাতা ভোটার বেছে নিয়েছেন ট্রাম্পকে। যেখানে কমলা হ্যারিস ২ পয়েন্ট পিছিয়ে পেয়েছেন ৪৭ শতাংশ ভোটারের সমর্থন। একই ফলাফল দেখা গেছে অপর অঙ্গরাজ্য জর্জিয়াতেও।
অর্থাৎ এই অঙ্গরাজ্যেও ট্রাম্প ২ পয়েন্ট এগিয়ে। এ ছাড়া, নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যেও এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। এই অঙ্গরাজ্যে ৪৮ শতাংশ উত্তরদাতা ভোটারের সমর্থন পেয়েছেন কমলা। আর ৪৯ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন ট্রাম্প। কমলা হ্যারিস যে দুটি অঙ্গরাজ্যে এগিয়ে আছেন ট্রাম্পের চেয়ে সেগুলো হলো উইসকনসিন ও মিশিগান। এই দুই অঙ্গরাজ্যেই কমলা হ্যারিস ৪৯ শতাংশ উত্তরদাতা ভোটারের সমর্থন পেয়েছেন। বিপরীতে এই ২ অঙ্গরাজ্যেই কমলার চেয়ে ২ পয়েন্ট কম, অর্থাৎ ৪৭ শতাংশ উত্তরদাতা ভোটারের সমর্থন পেয়েছেন ট্রাম্প।
এছাড়া, নেভাদা ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে দুই প্রার্থীই সমান সমান ভোটারের সমর্থন পেয়েছেন। এই দুই অঙ্গরাজ্যে দুজনই ৪৮ শতাংশ উত্তরদাতা ভোটারের সমর্থন পেয়েছেন। নেভাদায় উভয় প্রার্থীর সমর্থনে কোনো পরিবর্তন আসেনি বিগত ১০ দিনে। তবে পেনসিলভানিয়ায় কমলা হ্যারিস ট্রাম্পের চেয়ে ১ পয়েন্ট বেশি সমর্থন পেয়েছেন, বিগত ১০ দিন আগের তুলনায়।
শেষ মুহূর্তের প্রচার : অন্য দিকে এএফপির খবর অনুসারে, কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প দুইজনই নির্বাচনে ‘রাস্ট বেল্ট’ভুক্ত (আগে স্টিল বেল্ট হিসেবে পরিচিত) দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত রয়েছেন। গত শুক্রবারও প্রচারে একে অপরকে আক্রমণ করে বক্তব্য দেন তারা। ৫ নভেম্বর ভোট গ্রহণের চার দিন আগে গত শুক্রবার স্পর্শকাতর ওই সব অঙ্গরাজ্যের কয়েকটিতে জনসমাবেশ করেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের উত্তরপূর্ব, মধ্য পশ্চিম ও দক্ষিণের সর্বোত্তরের অঞ্চল নিয়ে ‘রাস্ট বেল্ট’ অঙ্গরাজ্যগুলো গঠিত।
আগামী মঙ্গলবার ‘ইলেকশন ডে’র আগে এরই মধ্যে ৬৮ মিলিয়নের (৬ কোটি ৮০ লাখ) বেশি মার্কিন ভোটার আগাম ভোট দিয়েছেন। বিভিন্ন জনমত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, সমর্থনের দিক থেকে দুজন সমানতালে এগোচ্ছেন। এ অবস্থায় জয়পরাজয়ের বিষয়টি মূলত নির্ভর করছে উইসকনসিন, মিশিগানসহ দোদুল্যমান সাত অঙ্গরাজ্যে কে এগিয়ে বা পিছিয়ে থাকেন, সেটির ওপরে। ট্রাম্প ও কমলার উভয়েই শুক্রবার সারা দিন নির্বাচনী প্রচারে সময় কাটান। উইসকনসিনের সবচেয়ে বড় শহর মিলওয়াকিতে জনসমাবেশের মধ্য দিয়ে এ দিনের প্রচার কর্মসূচি শেষ করেন তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা