০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

সংবিধানকে সমসাময়িক করার পরামর্শ ড. কামাল হোসেনের

-

সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করে ড. কামাল হোসেন সংবিধানকে সমসাময়িক করার পরামর্শ দিয়েছেন।
শনিবার সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা সংস্কারের প্রক্রিয়া নিয়ে ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ড. কামাল হোসেনের সঙ্গে আলোচনা করতে গেলে তিনি এসব কথা বলেন।
প্রবীণ আইনজীবী ড. কামালের মতিঝিলের কার্যালয়ে কমিশনের সদস্যদের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ হয় বলে কমিশনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে বলা হয়, সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মো. মুসতাইন বিল্লাহ কামাল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। তখন কামাল হোসেন অন্তর্র্বতী সরকারের সংবিধান সংস্কারের প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করে সংবিধানকে সমসাময়িক করার কথা বলেন।
ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্র্বতী সরকার বিভিন্ন খাতের সংস্কার কাজে হাত দিয়েছে। এর অংশ হিসেবে বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়নের জন্য সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়।
এজন্য সরকারের কাছে সুপারিশ দিতে ৯ সদস্যের সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়। ৯০ দিনের মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার কথা।

 


আরো সংবাদ



premium cement