২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
কারো পণ্য বহন না করার অনুরোধ দূতাবাসের

আবুধাবি এয়ারপোর্টে মাদকসহ ধরা পড়ছে অনেক বাংলাদেশী

-

ঢাকাসহ দেশের আন্তর্জাতিক তিনটি এয়ারপোর্ট থেকে পাড়ি জমানো বাংলাদেশীদের মধ্যে অনেকেই সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরগুলোতে নেমে মাদকসহ কাস্টমসের হাতে আটক হচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। জেনে না জেনে এসব পণ্য বহনের অপরাধে অনেক বাংলাদেশী গ্রেফতার হয়ে দেশটির কারাগারে রয়েছেন। তাদের বিষয়টি দেরিতে বলেও সংযুক্ত আরব আমিরাতে থাকা বাংলাদেশ দূতাবাসের নজরে এসেছে। এরপরই তারা বাংলাদেশী নাগরিকদের নিশ্চিত না হয়ে কারো অবৈধ পণ্য বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে বার্তা দিয়েছে।
গতকাল রাতে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের মিনিস্টার (শ্রম) মো: আব্দুল আওয়ালের সাথে এ বিষয়ে বিস্তারিত জানতে বারবার যোগাযোগ করা হলেও তিনি টেলিফোন রিসিভ করেননি। ক্ষুদে বার্তা দেয়ার পরও সাড়া দেননি।
রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মিশন ও কল্যাণ অণুবিভাগ) মো: রকিবুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনিও টেলিফোন ধরেননি।

আবুধাবি দূতাবাস সূত্রে জানা গেছে, দূতাবাস থেকে দু’দিন আগে এক বার্তায় প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্য বলা হয়, বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে আসা যাত্রীদের অনেকেই এ দেশের বিমানবন্দরে নামার পরই কাস্টমস কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের মধ্যে পড়ছেন। পরে তাদের লাগেজ থেকে মাদক জাতীয় দ্রব্য উদ্ধার হচ্ছে। এমন অভিযোগে তারা বিমানবন্দরে আটক হচ্ছেন বলে জানা যাচ্ছে। যদিও মাদকসহ আটকের পর ওই যাত্রী দাবি করছেন তিনি সম্পূর্ণ নির্দোষ। পরিচিত কারো অনুরোধে তিনি ওই প্যাকেট বহন করে আনেন। ওই প্যাকেটে যে মাদক জাতীয় পণ্য রয়েছে তা তিনি জানেন না।
আটক হওয়া যাত্রীদের এমন বক্তব্যর পরিপ্রেক্ষিতে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী মাদকদ্রব্য বহন করা (জ্ঞাত বা অজ্ঞাত সারেই হোক) গুরুতর অপরাধ। যার শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। তাই বাংলাদেশ থেকে আসার সময় অবশ্যই নিশ্চিত না হয়ে পরিচিত হোক অপরিচিত হোক কারো পণ্য প্যাকেট ওষুধ বহন না করার জন্য দূতাবাস থেকে অনুরোধ করা হয়েছে। দূতাবাস থেকে আরো বলা হয়েছে, নিজ প্রয়োজনীয় ব্যবহারের দ্রব্যাদি ছাড়া আইনি জটিলতা হতে পারে এমন পণ্যের মধ্যে ঘুমের ওষুধ, ব্যথানাশক ওষুধ, পান মাদক হিসেবে ব্যবহার হতে পারে এ ধরনের পণ্য বহন না করার জন্য সবাইকে সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
ট্রাম্প মনোনীত বিশেষ দূতের ইমরান খানের পক্ষের টুইট নিয়ে রাজনৈতিক জল্পনা ভারত ও চীনের সম্পর্কের বরফ এ বছর গলতে শুরু করেছে বে-টার্মিনালে দিনে ক্ষতি ১০ লাখ ডলার আরাফাতের জানাজায় আন্দোলনে আহত শিক্ষার্থীরা প্রশাসনে আসছে তিন স্তরের পদোন্নতি : যাচাই হচ্ছে দেড় হাজার কর্মকর্তার তথ্য হাসিনা এত পাপ করেছে যে পালানো ছাড়া পথ ছিল না : ফখরুল হজ ব্যবস্থাপনা সুন্দর করতে সব ধরনের চেষ্টা করছে সরকার চিকিৎসার জন্য বিদেশ যাওয়া হলো না আরাফাতের ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপকে ব্রিটেনে জিজ্ঞাসাবাদ পূর্ণ শক্তি নিয়ে কাজে ফিরতে চায় পুলিশ শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে ঢাকা

সকল