০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`
কারো পণ্য বহন না করার অনুরোধ দূতাবাসের

আবুধাবি এয়ারপোর্টে মাদকসহ ধরা পড়ছে অনেক বাংলাদেশী

-

ঢাকাসহ দেশের আন্তর্জাতিক তিনটি এয়ারপোর্ট থেকে পাড়ি জমানো বাংলাদেশীদের মধ্যে অনেকেই সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরগুলোতে নেমে মাদকসহ কাস্টমসের হাতে আটক হচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। জেনে না জেনে এসব পণ্য বহনের অপরাধে অনেক বাংলাদেশী গ্রেফতার হয়ে দেশটির কারাগারে রয়েছেন। তাদের বিষয়টি দেরিতে বলেও সংযুক্ত আরব আমিরাতে থাকা বাংলাদেশ দূতাবাসের নজরে এসেছে। এরপরই তারা বাংলাদেশী নাগরিকদের নিশ্চিত না হয়ে কারো অবৈধ পণ্য বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে বার্তা দিয়েছে।
গতকাল রাতে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের মিনিস্টার (শ্রম) মো: আব্দুল আওয়ালের সাথে এ বিষয়ে বিস্তারিত জানতে বারবার যোগাযোগ করা হলেও তিনি টেলিফোন রিসিভ করেননি। ক্ষুদে বার্তা দেয়ার পরও সাড়া দেননি।
রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মিশন ও কল্যাণ অণুবিভাগ) মো: রকিবুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনিও টেলিফোন ধরেননি।

আবুধাবি দূতাবাস সূত্রে জানা গেছে, দূতাবাস থেকে দু’দিন আগে এক বার্তায় প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্য বলা হয়, বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে আসা যাত্রীদের অনেকেই এ দেশের বিমানবন্দরে নামার পরই কাস্টমস কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের মধ্যে পড়ছেন। পরে তাদের লাগেজ থেকে মাদক জাতীয় দ্রব্য উদ্ধার হচ্ছে। এমন অভিযোগে তারা বিমানবন্দরে আটক হচ্ছেন বলে জানা যাচ্ছে। যদিও মাদকসহ আটকের পর ওই যাত্রী দাবি করছেন তিনি সম্পূর্ণ নির্দোষ। পরিচিত কারো অনুরোধে তিনি ওই প্যাকেট বহন করে আনেন। ওই প্যাকেটে যে মাদক জাতীয় পণ্য রয়েছে তা তিনি জানেন না।
আটক হওয়া যাত্রীদের এমন বক্তব্যর পরিপ্রেক্ষিতে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী মাদকদ্রব্য বহন করা (জ্ঞাত বা অজ্ঞাত সারেই হোক) গুরুতর অপরাধ। যার শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। তাই বাংলাদেশ থেকে আসার সময় অবশ্যই নিশ্চিত না হয়ে পরিচিত হোক অপরিচিত হোক কারো পণ্য প্যাকেট ওষুধ বহন না করার জন্য দূতাবাস থেকে অনুরোধ করা হয়েছে। দূতাবাস থেকে আরো বলা হয়েছে, নিজ প্রয়োজনীয় ব্যবহারের দ্রব্যাদি ছাড়া আইনি জটিলতা হতে পারে এমন পণ্যের মধ্যে ঘুমের ওষুধ, ব্যথানাশক ওষুধ, পান মাদক হিসেবে ব্যবহার হতে পারে এ ধরনের পণ্য বহন না করার জন্য সবাইকে সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
আরাকান আর্মির ‘অন্তর্ভুক্তিমূলক প্রশাসন’ রোহিঙ্গাদের বিভক্ত করছে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে : ডা: শফিকুর রহমান ইউনূস হতে পারেন নতুন বাংলাদেশের স্থপতি নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা আবুধাবি এয়ারপোর্টে মাদকসহ ধরা পড়ছে অনেক বাংলাদেশী জয়ী হলে স্বাস্থ্যসেবা আইন বাতিল করবেন ট্রাম্প : সতর্কতা কমলার কিলার বাদল ও কাইল্যা সুমনের ইশারায় চলে অপরাধ জগৎ আমরা অবশ্যই মাতৃভূমিকে রক্ষা করব : নাহিদ বাজারে আসছে শীতকালীন সবজি, ফিরছে স্বস্তি দেশে রক্তনালীর রোগী আছে ৩ লাখ সার্জন মাত্র ৬০ জন শেখ পরিবারের কারোরই রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই : তাজউদ্দীন কন্যা

সকল