০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬
`

ছাদ খোলা বাসেই সাফ জয়ীদের বরণ

ছাদ খোলা বাসেই বিমানবন্দর থেকে নিয়ে আসা হয় সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশী দলের ফুটবলারদের : নয়া দিগন্ত -

২০২২ সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ দলের ফুটবলারদের দাবি ছিল ছাদ খোলা বাসে যেন তাদের বিমানবন্দর থেকে নিয়ে আসা হয়। এ সম্মানে তারা ঢাকা শহর ঘুরে বাফুফে ভবনে আসবেন। গত বছর সাফের ফাইনালে সাবিনাদের জয়ের পর ঢাকায় ফিরতে দুই দিন সময় পেয়েছিল বাফুফে। তবে এবার হাতে সময় ছিল না। পরশু শিরোপা জিতেই গতকাল দুপুরেই নেপাল থেকে ঢাকায় আগমন বাংলাদেশ নারী ফুটবল দলের। ফলে পরশু রাত থেকেই বাফুফের ব্যস্ততা শুরু হয় সাফ জয়ীদের ছাদ খোলা বাসে বরণ করে নেয়ার প্রস্তুতি। এর মধ্যে ছিল ব্যানার ও ব্যাকড্রপ তৈরি। ছাদ খোলা বিআরটিসির বাস কমলাপুরের ডিপোতে ছিল। বাসটি দুপুরের আগেই হযরত শাহজালাল (রহ:) বিমানবন্দরে পৌঁছে যায়। তবে বাংলাদেশ দলকে বহনকারী বিমান ২০ মিনিট বিলম্বে আসে। দুপুর সোয়া দুইটার বদলে ২.৩৫ এর নামে বিমান। ততক্ষণে বিমান বন্দরে শত শত ফুটবল প্রেমীর ভিড়। সাথে মিডিয়াকর্মীদেরও ব্যাপক উপস্থিতি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে ট্রফি হাতে নিয়ে ভিআইপি গেট দিয়ে বেরিয়ে এলেন সাবিনা খাতুন। বাংলাদেশ অধিনায়কের সাথে কোচ পিটার জেমস বাটলার, টুর্নামেন্ট সেরা রিতু পর্না চাকমা এবং সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা রুপনা চাকমা। এ দুই খেলোয়াড়ের হাতে তাদের পাওয়া ট্রফি। পরশু মহিলা সাফের ফাইনালে বাংলাদেশ ২-১ গোলে নেপালকে হারিয়ে ধরে রাখে শিরোপা। ২০২২ সালেও এ দলটির বিপক্ষে ফাইনালে জয়।

ভিআইপি গেটের বাইরে মিডিয়ার সাথে কথা শেষেই ফের কোচ-অধিনায়ককে বিমানবন্দরের ভেতরে নিয়ে যাওয়া হয়। এর বেশ কিছুক্ষণ পর তাদের বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে উঠানো হয়। বিআরটিসির দুই তলা এ বাস আগে থেকেই ফুল দিয়ে সাজানো ছিল। এরপর ফুটবলাররা লাল-সবুজ পাতাকা নিয়ে বাসে উঠে পড়েন। তাদের সাথে দলের কোচিং স্টাফ এবং বাফুফের কয়েক নির্বাহী। আগে থেকেই রাস্তার দুই পাশে বাংলাদেশের পতাকা হাতে টানা দুই বারের সাফ জয়ীদের সংবর্র্ধনা জানানোর অপেক্ষায় ছিলেন ফুটবল প্রেমীরা। বিভিন্ন ফুটবল সমর্থক গোষ্ঠী এবং এবং সাধারণ জনগন ছিলেন এ কাতারে। অবশ্য কিছু লোককে রাজনৈতিক নেতার নাম উল্লেখ করে ফুটবলারদের অভিনন্দন জানানো স্লোগান দিতে দেখা যায়।
সাবিনাদের বহনকারী বাসটি বিমানবন্দর থেকে বের হয়ে এক্সপ্রেসওয়ে হয়ে এফডিসি, সাত রাস্তার মোড়, মগবাজার ফ্লাইওভার হয়ে কাকরাইল হয়ে পল্টন, নটরডেম কলেজ, শাপলা চত্বর দিয়ে বাফুফে ভবনে প্রবেশ করে। এ সময় রাস্তায় যানজটের সৃষ্টি হয়। বাফুফে ভবনে আরো আগ থেকেই অবস্থান করছিল ফুটবল প্রেমী বিভিন্ন সংগঠন এবং মিডিয়াকর্মীরা। সন্ধ্যা সাতটা বাজার মিনিট পাঁচেক আগে বাফুফে ভবনে এসে পৌঁছায় সাফ চ্যাম্পিয়নদের বহনকারী ছাদ খোলা বাসটি। বিমানবন্দর থেকে বাফুফে ভবনে আসার পথে একটু পরপরই সাবিনারা সাফ ট্রফিটা উৎসুক জনগণের জন্য তুলে ধরছিলেন।
এর আগেই বিকেল সোয়া পাঁচটার দিকে বাফুফে ভবনে আসেন যুবও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁঁইয়া। বাফুফের নবনির্বাচিত কর্মকর্তাদের মধ্যে যারা দেশে অবস্থান করেছেন তারাও চলে আসেন বাফুফে ভবনে। এর মধ্যে ছিলেন সহসভাপতি ওয়াহেদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সাব্বির আহমেদ আরেফ, সদস্য ইকবাল হোসেন, মঞ্জুরুল করিম, কামরুল হাসান হিলটন, ছাঈদ হাছান কাননরা। মহিলা দল পৌঁছার পর তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ক্রীড়া উপদেষ্টা।


আরো সংবাদ



premium cement