০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬
`

২৩ মামলার দায় থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া

-

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার অভিযোগে করা আরো একটি মামলা বাতিল করেছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ মামলার কার্যক্রম বাতিল চেয়ে খালেদা জিয়ার করা এক আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।
এর আগে গত বুধবার হাইকোর্টের একই বেঞ্চ খালেদা জিয়ার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময় করা রাষ্ট্রদ্রোহ ও নাশকতার অভিযোগে করা ১১টি মামলা বাতিল করেন। এ নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা ২৩টি মামলা বাতিল হয়েছে বলে তার আইনজীবীরা জানিয়েছেন। অন্য যেসব মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন সেগুলো হলো গ্যাটকো দুর্নীতি মামলা, হরতাল-অবরোধে ৪২ জনের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা, মানহানিসহ মোট ১১টি মামলা।
এখনো খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো, বড়পুকুরিয়া মামলা এবং নাশকতা ও মানহানির অভিযোগে করা আরো সাত থেকে আটটি মামলা রয়েছে বলে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন।
এর মধ্যে আগামী ৪ নভেম্বর নাইকো মামলা এবং ৫ নভেম্বর বড়পুকুরিয়া মামলার নিম্ন আদালতে শুনানি রয়েছে।
খালেদা জিয়ার বিরুদ্ধে করা আরো এক মামলা বাতিল : নাশকতার অভিযোগে ২০১৫ সালের ৩ মার্চ রাজধানীর দারুস সালাম থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ। অভিযোগপত্র দাখিলের পর মামলাটির কার্যক্রম বাতিল চেয়ে ২০১৭ সালে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৭ সালের ১৬ মে হাইকোর্ট রুল দিয়ে মামলাটির কার্যক্রমে স্থগিতাদেশ দেন। এ রুলের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার রায় দেন হাইকোর্টের একই বেঞ্চ।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, মো: জাকির হোসেন ভূঁইয়া ও মো: মাকসুদ উল্লাহ। খালেদা জিয়ার পক্ষে আইনজীবী রাগীব রউফ চৌধুরী, গাজী কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: জসিম সরকার।
এর আগে গত বুধবার খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ১টি, নাশকতার অভিযোগে ১০টিসহ ১১টি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্টের একই বেঞ্চ। ১১টি মামলার কার্যক্রমের বৈধতা নিয়ে ২০১৭ সালে পৃথক আবেদন করেন খালেদা জিয়া। প্রাথমিক শুনানি নিয়ে ২০১৭ সালের বিভিন্ন সময় হাইকোর্ট রুলসহ মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। এ রুলের ওপর শুনানি শেষে বুধবার রায় দেয়া হয়।
এ বিষয়ে কায়সার কামাল বলেন, এ মামলাগুলো ছিল বেআইনি। সেটা আজকে প্রমাণিত হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসায় এ মামলা দেয়া হয়েছে।
তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামসহ চারজনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছেন হাইকোর্ট। এ মামলার আরো দুইজন হলেন, মাহাথির ফারুকী ও কনক সারওয়ার। এ মামলায় তারেক রহমান, আবদুস সালামসহ চারজনের বিরুদ্ধে ২০১৬ সালের ৩ আগস্ট অভিযোগপত্র দাখিল করা হয়।
এরপর মামলাটির কার্যক্রম বাতিল চেয়ে ২০১৭ সালে হাইকোর্টে আবেদন করেন আবদুস সালাম। প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ৬ ডিসেম্বর হাইকোর্ট রুলসহ মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। চূড়ান্ত শুনানি শেষে মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন হাইকোর্ট।

 


আরো সংবাদ



premium cement