জুলাই হত্যাকাণ্ডের বিচারে সহায়তা করবে জাতিসঙ্ঘ
ঢাকায় মানবাধিকার পরিষদের কার্যালয় হবে- কূটনৈতিক প্রতিবেদক
- ৩০ অক্টোবর ২০২৪, ০৩:০১
জুলাই গণহত্যায় জড়িতদের স্বচ্ছ বিচারের বিষয়ে জাতিসঙ্ঘ বাংলাদেশকে সহযোগিতা করবে উল্লেøখ করে জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, জুলাই গণহত্যার বিষয়ে জাতিসঙ্ঘের তথ্যানুসন্ধান মিশন কাজ করছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছি। জেনেভায় আমাদের প্রধান কার্যালয় পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে।
গতকাল সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তী সময়ে ছাত্র-জনতার গণ আন্দোলনের সময় নিরাপত্তাবাহিনীগুলোর অতিরিক্ত শক্তি প্রয়োগ, নৃশংসতা ও হত্যার ঘটনাগুলো স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে পাঠানো একটি তথ্যানুসন্ধান মিশন গত ১৭ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে কাজ করছে। তথ্যানুসন্ধান মিশন ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশের ঘটনাপ্রবাহ তদন্ত করছে। মিশনটি সত্য উদঘাটন, দায়দায়িত্ব চিহ্নিতকরণ, মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ এবং এ ধরনের ঘটনা পুনরাবৃত্তিরোধে বাংলাদেশ সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ করবে।
গতকাল সকালে দুই দিনের সফরে ঢাকায় আসেন ভলকার তুর্ক। তিনি একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসঙ্ঘ অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। আইন উপদেষ্টার সাথে বৈঠক প্রসঙ্গে তুর্ক বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার ইস্যু নিয়ে কথা হয়েছে। এই দু’টি বিষয় একে-অপরের সাথে সম্পৃক্ত। বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার উদ্যোগ নিয়েছে সে ক্ষেত্রে মানবাধিকার যেন নিশ্চিত করা যায়, সে বিষয়েও আলাপ হয়েছে।
সাংবাদিকদের সাথে আলাপকালে আসিফ নজরুল বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সর্বাত্মক সমর্থন ব্যক্ত করেছেন ভলকার তুর্ক। তিনি বিচার বিভাগ স্বাধীন করার কথা বলেছেন। তাকে বলেছি, আমরা কাজ করে যাচ্ছি। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়েও কথা বলেছেন। মৃত্যুদণ্ডের বিধান রহিত করা যায় কি না তা জানতে চেয়েছেন। আমি বলেছি, ফ্যাসিস্টদের বিচার সম্পন্ন হওয়ার আগে এটি পরিবর্তনের প্রশ্নই ওঠে না।
নির্বাচন নিয়ে ভলকার তুর্কের সাথে কোনো কথা হয়েছে কি না- জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে তার সাথে কোনো কথা হয়নি। তবে একটা কথা বলতে পারি, নির্বাচনমুখী প্রক্রিয়ার কাজ সরকার শুরু করে দিয়েছে। বলতে পারেন নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন গঠন করার জন্য সার্চ কমিটি গঠন করা হয়েছে। এই প্রজ্ঞাপনটা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বাক্ষর করে দিলেই আপনারা জানতে পারবেন। এবার একটা অসাধারণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আমরা করব। সে জন্য ভোটার তালিকা হালনাগাদ করতে হবে।
আইন উপদেষ্টা বলেন, আইনগত সংস্কার উদ্যোগে জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় জড়িত রয়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কারে আমাদের যদি ফরেনসিক সহায়তা প্রয়োজন হয়, সেটি তারা দেবেন। আমরা এখানে সুবিচার করব, প্রতিশোধ নেয়ার জন্য বিচার করব না। আগের আদালতে যেভাবে হয়েছে, সেভাবে আমরা অবিচার করব না। আমাদের কোনো কিছু লুকানোর নেই। কিভাবে বিচার করা হচ্ছে, যে কেউ সেটি দেখতে পারবেন।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিশ্বের অনেক দেশের চেয়ে বর্তমানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো। এ নিয়ে জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার কার্যালয়ের কোনো উদ্বেগ নেই। তারা জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিষয়ে একটা প্রতিবেদন দেবে। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেবো।
দুপুরে সচিবালয়ে ভলকার তুর্কের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বর্তমান সরকারের সংস্কার উদ্যোগ সম্পর্কে জানতে চেয়েছেন। ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা নিয়েও জানতে চেয়েছেন। আমরা বলেছি, নিরাপত্তা নিয়ে কোনো অসুবিধা হবে না।
জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সবচেয়ে বেশি সৈনিক পাঠায় উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের শান্তিরক্ষীদের নিয়ে তারা সন্তুষ্ট। তারপরও সৈন্যদের মিশনে পাঠানোর আগে একটু যাচাই-বাছাই করে পাঠাতে বলেছেন। তিনি বলেন, সবচেয়ে বেশি আলোচনা হয়েছে রোহিঙ্গাদের নিয়ে। আমরা কতদিন রোহিঙ্গাদের বোঝা বহন করব। আমাদের নিজেদের জনসংখ্যা বেশি, জায়গার সঙ্কট। মিয়ানমার থেকে দুই-চারজন করে রোহিঙ্গা সবসময় প্রবেশ করছে। দিন দিন সংখ্যাটা বাড়ছে। আগে ১২ লাখ রোহিঙ্গা ছিল। এখন সেটি অনেক বেড়ে গেছে। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমার ফেরত পাঠানোর ব্যাপারে তুর্কের সাথে আলোচনা হয়েছে।
ঢাকায় মানবাধিকার পরিষদের কার্যালয় হবে : ঢাকায় শিগগিরই জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদের কার্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ। তিনি বলেছেন, কার্যালয় হলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সরাসরি তদন্ত করতে পারবে জাতিসঙ্ঘের মানবাধিকার পরিষদ। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গতকাল জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদের প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে শারমিন মুরশিদ সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।
ঢাকায় জাতিসঙ্ঘের মানবাধিকার পরিষদের কার্যালয় করার জন্য অন্তর্বর্তী সরকার সম্মতি দিয়েছে উল্লেখ করে শারমিন মুরশিদ বলেন, একটা খুব বড় সিদ্ধান্ত হয়েছে। জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদের কার্যালয় চালু হলে সবচেয়ে বেশি যে সুবিধা হবে তা হলো, মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রগুলো মানবাধিকার পরিষদ সরাসরি তদন্ত করতে পারবে। শিগগিরই এই কার্যালয় স্থাপিত হবে। এখানে মানবাধিকার পরিষদ কার্যালয় থাকা মানে মানবাধিকারের জায়গা থেকে আমাদের শক্তি বাড়ল।
তিনি বলেন, যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসে বা চলে যায়, তারা যদি নিজেদের অপরাধের তদন্ত করে, সে তদন্ত তো সঠিক হয় না। নাগরিক সমাজ থেকে যখন তদন্ত করা হয়, অথবা সত্যটা যখন তুলে ধরা হয়, তখন তাদের ওপর নির্যাতন নেমে আসে, নানা ধরনের চাপের মুখে পড়তে হয়। সেই কথাগুলো ব্যক্ত করা যায় না, রিপোর্টও করা যায় না।
শারমিন মুরশিদ বলেন, উপদেষ্টারা কী ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন এবং বর্তমান পরিস্থিতিকে তারা কিভাবে দেখছেন, তা জানতে চেয়েছেন জাতিসঙ্ঘের মানবাধিকার পরিষদের প্রতিনিধিরা। এ বিষয়ে আমরা প্রত্যেকে যার যার ক্ষেত্র থেকে চ্যালেঞ্জগুলো তুলে ধরেছি। জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদ আমাদের পাশে কিভাবে দাঁড়াতে পারে, তা আলোচনা করেছি।
বিশ্বের ১৯টি দেশে জাতিসঙ্ঘের মানবাধিকার পরিষদের কার্যালয় রয়েছে। এসব কার্যালয় প্রধানত মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ, সুরক্ষা, গবেষণা, সরকার, নাগরিক সমাজ এবং অংশীদারদের প্রযুক্তিগত সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে থাকে।
প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ : প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সাথে সাক্ষাৎ করেছেন ভলকার তুর্ক। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দফতরে ৪০ মিনিটব্যাপী তাদের মধ্যে বৈঠক হয়। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে কোনো পক্ষই কিছু জানাননি। ভলকার তুর্ক আজো ব্যস্ত সময় কাটিয়ে রাতে ঢাকা ছেড়ে যাবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা