৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬
`
প্রধান উপদেষ্টা-রাষ্ট্রদূত সাক্ষাৎ

আরব আমিরাতের শীর্ষ তিন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে যমুনায় ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আবদুল্লাহ আল হুমুদি সাক্ষাৎ করেন : পিআইডি -


বাংলাদেশে লজিস্টিকস, বন্দর, বিমান চলাচল এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। একই সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যেকোনো ধরনের সমর্থন করার ব্যাপারেও প্রস্তুত দেশটি।
গতকাল মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আবদুল্লাহ আল হুমুদি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রদূত তার দেশের পক্ষ থেকে এই আগ্রহ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্প্রতি ইউএই আদালতে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত ৫৭ জন বাংলাদেশীকে মুক্তি দেয়ার জন্য ইউএই প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ জানান। অধ্যাপক ইউনুস বলেন, ‘এটি একটি অসাধারণ উদ্যোগ। পুরো জাতি এতে খুবই খুশি হয়েছে।’ তিনি আরো বলেন, প্রায় ১০ লাখ বাংলাদেশী অভিবাসীকে কাজ করার সুযোগ দিয়েছে ইউএই সরকার। এ জন্য তিনি দেশটির সরকারকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত আল হুমুদি বলেন, বাংলাদেশ এখন একটি ‘গুরুত্বপূর্ণ সময়’ পার করছে। অন্তর্বর্র্তী সরকারের ব্যবসাবান্ধব নীতি এবং সংস্কার এজেন্ডা বাস্তবায়নের জন্য ইউএই বাংলাদেশের পাশে থাকবে বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রদূত জানান, বিশ্বের অন্যতম বৃহৎ বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ড এবং আবুধাবি পোর্টস চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী, যা বাংলাদেশের বৈশ্বিক রফতানি প্রতিযোগিতা বৃদ্ধি করতে সহায়তা করবে। তিনি আরো বলেন, ইউএই’র আরেকটি শীর্ষ প্রতিষ্ঠান মাসদারও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষত ভাসমান সৌর প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যেমনটি তারা ইন্দোনেশিয়ায় নির্মাণ করেছে।
বাংলাদেশ সরকার এরই মধ্যে ব্যবসাবান্ধব নীতি প্রণয়ন করেছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, আরো বেশি ইউএই বিনিয়োগ এবং আমিরাতের আরো বেশিসংখ্যক ব্যবসায়ী প্রতিনিধিদের বাংলাদেশে আগমনের প্রত্যাশায় রয়েছি।

 


আরো সংবাদ



premium cement
কেন পাকিস্তানের কোচের পদ ছেড়েছেন কার্স্টেন? মিয়ানমার সেনাবাহিনীর ওপর যুক্তরাজ্য, ইইউ ও কানাডার নতুন নিষেধাজ্ঞা অবসরপ্রাপ্ত ৩ সচিবের পিআরএল পুনর্বহাল জুলাই হত্যাকাণ্ডের বিচারে সহায়তা করবে জাতিসঙ্ঘ আরব আমিরাতের শীর্ষ তিন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী গণপূর্তের প্রধান প্রকৌশলীর পদ বাগাতে কোটি কোটি টাকার ছড়াছড়ি পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে রিটে যুক্ত হয়েছে বিএনপি ও জামায়াত জনগণের ক্ষমতা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : তারেক রহমান হজের খরচ কমছে প্রায় লাখ টাকা গুম কমিশনে অভিযোগ দায়ের করলেন ব্যারিস্টার আরমান ২৮ সাংবাদিকের ব্যাংক লেনদেনের তথ্য সন্ধান

সকল