২০ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩০, ১৬ রবিউস সানি ১৪৪৬
`

জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ঢাকা আসছেন

-

জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক তিন দিনের সফরে আগামী ২৯ অক্টোবর ঢাকা আসছেন।
সফরকালে তুর্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি অন্যান্য উপদেষ্টা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মী ও কূটনীতিকদের সাথে মতবিনিময় করবেন। তিনি বাংলাদেশে জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের একটি কার্যালয় স্থাপনের সম্ভাবনা নিয়ে আলাপ করতে পারেন।
বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলন ও পরবর্তী সময়ে ছাত্র-জনতা গণ-অভ্যুত্থানে নিরাপত্তা বাহিনীগুলোর অতিরিক্ত শক্তি প্রয়োগ, নৃশংসতা ও হত্যার ঘটনাগুলো স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে পাঠানো একটি তথ্যানুসন্ধান মিশন গত ১৭ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে কাজ করছে। তথ্যানুসন্ধান মিশন ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশের ঘটনাপ্রবাহ তদন্ত করছে। মিশনটি সত্য উদঘাটন, দায়-দায়িত্ব চিহ্নিতকরণ, মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ এবং এ ধরনের ঘটনা পুনরাবৃত্তিরোধে বাংলাদেশ সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ করবে।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রধান উপদেষ্টার অনুরোধেই এই তথ্যানুসন্ধান মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ভলকার তুর্ক। তুর্ককেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন ড. ইউনূস। গত মাসে নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে ড. ইউনূস ও তুর্ক বৈঠক করেছেন। এবার বাংলাদেশ সফরের সময় তুর্ক তথ্যানুসন্ধান মিশনের সার্বিক অগ্রগতি সম্পর্কে সরকারকে অবহিত করতে পারেন।
বিশ্বের ১৯টি দেশে জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় রয়েছে। এসব কার্যালয় প্রধানত মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ, সুরক্ষা, গবেষণা, সরকার, নাগরিক সমাজ এবং অন্য অংশীদারদের প্রযুক্তিগত সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে থাকে।


আরো সংবাদ



premium cement
আ’লীগ ১৪ দল জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি পুলিশের মূর্তিমান আতঙ্ক ধনঞ্জয়ের খোঁজ মিলছে না বিশ্বে স্বাস্থ্যসেবার বাইরে এখনো ৪৫০ কোটি মানুষ ৭ মার্চ ও ১৫ আগস্ট জাতীয় দিবস বাতিলের মিছিলে পিটুনি যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহার ছাড়া কোনো বন্দিমুক্তি নয় : হামাস ২৯৭ কোটি টাকার কাজ পাচ্ছে গত সরকারের আস্থাভাজন প্রতিষ্ঠান! তহবিল ব্যবস্থাপনায় কাহিল পুনর্গঠিত ব্যাংকের কর্মকর্তারা বিএসএমএমইউতে কম টাকায় কিডনি প্রতিস্থাপন বন্ধ শিগগিরই শুরুর আশ্বাস হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদার ৩ দিনের রিমান্ডে জান্তা পতনে মিয়ানমারে মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান এক সাথে লড়ছে ইলেকশন কমিশন গঠনে দ্রুতই সার্চ কমিটি হবে : মাহফুজ

সকল