২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান কাং

-

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার জিতলেন দক্ষিণ কোয়িার লেখিকা হান কাং। গতকাল সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানের মাধ্যমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের স্থায়ী সচিব ম্যাটস মাম ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেন। ১৯০১ সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হলেও ৫৩ বছর বয়সী এ দক্ষিণ কোরিয়ান হলেন মাত্র ১৮তম মহিলা লেখক যিনি সাহিত্যে নোবেল পেলেন। সর্বশেষ ২০২২ সালেই ফরাসি লেখিকা অ্যানি ইমঁ সাহিত্যে নোবেল জিতেছেন। এর আগে হান কাং ২০১৬ সালে দ্য ভেজেটারিয়ান উপন্যাসের জন্য ম্যান বুকার পুরস্কার জেতেন। বইটি ২০০৭ সালে রচিত হলেও ইংরেজিতে অনূদিত হয় ২০১৫ সালে। একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে পুরস্কার প্রদানের কারণ হিসেবে বলা হয়, ‘তার ঐকান্তিক কাব্যিক গদ্য ঐতিহাসিক যন্ত্রণাদায়ক বিষয়গুলো সামনে নিয়ে আসে এবং মানব জীবনের ভঙ্গুরতা উন্মোচন করে দেখায়।’ সঙ্গীত ও শিল্পকলায় আগ্রহী হান কাং এ পুরস্কার হিসেবে বাংলাদেশী মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা পাচ্ছেন।
হান কাং ১৯৭০ সালে দক্ষিণ কোরিয়ার শহর গোয়াংযুতে জন্মগ্রহণ করেন। ৯ বছর বয়সে তিনি তার পরিবারের সাথে সিউলে চলে আসেন। তিনি একটি সাহিত্যিক পরিবেশে জন্ম নেন। তার বাবাও একজন স্বনামধন্য ঔপন্যাসিক। হান কাং ১৯৯৩ সালে ‘সাহিত্য ও সমাজ’ ম্যাগাজিনে বেশ কয়েকটি কবিতা প্রকাশের মাধ্যমে তার লেখালেখি শুরু করেন।
২০১১ সালে তার উপন্যাস গ্রিক পাঠ প্রকাশিত হয়। ২০২৩ সালে ইংরেজিতে অনূদিত হয় এটি। এটি দুই দুর্বল মানুষের মধ্যে একটি অসাধারণ সম্পর্কের মনোমুগ্ধকর চিত্রায়ণ। বিভিন্ন ঘাতপ্রতিঘাতে বাকশক্তি হারানোর পথে থাকা এক যুবতী তার প্রাচীন গ্রিক ভাষার শিক্ষকের সাথে সম্পর্কে জড়ান, যিনি নিজেই তার দৃষ্টিশক্তি হারাচ্ছেন।
২০১৪ সালে তার মানব বিধান প্রকাশিত হয়। ২০১৬ সালে অনূদিত হয় এটি। ২০১৬ প্রকাশিত হয় সাদা বই। এটি ২০১৭ সালে হোয়াইট বুক নামে ইংরেজিতে অনূদিত হয়। ২০২১ সালে প্রকাশিত হয় তার আরো একটি গুরুত্বপূর্ণ রচনা ‘উই ডু নট পার্ট। এ ছাড়া তিনি আরো অনেক উল্লেখযোগ্য ছোট গল্প সংকলন ও উপন্যাস লিখেছেন। এর আগের বছর ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান নরওয়ের লেখক ও নাট্যকার ইয়োন ফসে। ইয়োন ফসের লেখা নাটক ও সাহিত্যের প্রশংসা করে সুইডিশ একাডেমি বলেছে, তিনি তার লেখায় অনুচ্চারিত থেকে যাওয়া বহু কথা তুলে এনেছেন।
১৯০১ সালে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান ফরাসি কবি ও প্রাবন্ধিক সুলি প্রুদোম (১৮৩৯-১৯০৭)।


আরো সংবাদ



premium cement
সারজিসের আশ্বাসে সড়ক ছাড়লেন চিকিৎসকরা নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চায় জামায়াত : মোবারক হোসাইন নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করল যুক্তরাষ্ট্র! হাসিনা যত টাকা লুট করে নিয়ে গেছে তা দিয়ে ১০০টি পদ্মা সেতু তৈরি করা যেত : টুকু খুলনায় হত্যাসহ ৪ মামলায় সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর কারো লুটপাটের দায়ভার আমি নেব না : মেজর হাফিজ ‘যারা চাঁদাবাজি ও দখলবাজি করছে দেশের মানুষ তাদেরকেও বর্জন করবে’ দ্বিতীয় কোয়ালিফায়ার দিয়ে এনসিএলের ফাইনালে ঢাকা মেট্রো দেবিদ্বারে গোমতী নদীর বেড়িবাঁধ রক্ষার দাবি স্থানীয়দের ‘পোল্যান্ড গেলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে’ জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ : সিলেটে জামায়াত আমির

সকল