১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬
`
স্টেট ডিপার্টমেন্ট ব্রিফিংয়ে হাসিনার অপতৎপরতা প্রসঙ্গ

ইউনূস সরকারের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র

-


ভারতে বসে হাসিনার অপতৎপরতার প্রসঙ্গটি উঠে এসেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ভারতের সাথে আলোচনায় থাকছে বাংলাদেশ ইস্যু। শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের কথা ফের জানান মিলার। এ ছাড়া ভারতের সাথে দেশটির দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা হয় বলে নিশ্চিত করেন তিনি।

মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যুতে বাইডেন প্রশাসনের পলিসি নিয়ে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারীর এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা তুলে ধরেন মুখপাত্র মিলার। অন্য দিকে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যাওয়া পতিত স্বৈরাচার শেখ হাসিনার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিষয়টিও উঠে আসে প্রশ্নোত্তর পর্বে।
ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে মুশফিক জানতে চান, ‘গণহত্যা এবং নৃশংসতা চালিয়ে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে সাইডলাইনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সাথে ড. ইউনূসের একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে, এ ছাড়া প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ড. ইউনূসের বৈঠক হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, নিরাপত্তা এবং রোহিঙ্গা শরণার্থীর মতো চ্যালেঞ্জগুলোকে সামনে রেখে বাইডেন প্রশাসন বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ককে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে সে বিষয়ে আপনার পর্যবেক্ষণ জানাবেন কী?

জবাবে মুখপাত্র মিলার বলেন, ‘বাংলাদেশ সরকারের সাথে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আপনার প্রশ্নের সবগুলো ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের ফলপ্রসূ বৈঠকে আলোচনা হয়েছে। আপনার উল্লেখ করা সবগুলো ইস্যুতে যাতে অগ্রগতি হয় সে লক্ষ্য নিয়ে বাংলাদেশ সরকারের সাথে আমাদের নিরবছিন্ন যোগাযোগ অব্যাহত রয়েছে।’

ভারতে বসে স্বৈরাচার শেখ হাসিনার ক্রমাগত উসকানি দেয়ার প্রসঙ্গের কথা উল্লেখ করে অপর এক প্রশ্নে এই প্রতিবেদক জানতে চান, ‘গত সপ্তাহে এই ভবনে (স্টেট ডিপার্টমেন্ট) এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনা এখন ভারতে এবং সেখানে থেকেই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছেন বলে অভিযোগ উঠেছে- আমি ভাবছি, ব্লিংকেনের সাথে জয়শঙ্করের বৈঠকে বাংলাদেশের এই প্রসঙ্গ নিয়ে কোনো কথা হয়েছে কি না?’
জবাবে মুখপাত্র মিলার বলেন, ‘ভারত সরকারের কর্মকর্তাদের সাথে আমাদের বৈঠক চলাকালে প্রায়ই আঞ্চলিক ইস্যুতে কথা বলার সময় বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসে। এর বাইরে সুনির্দিষ্টভাবে বলার মতো এই মুহূর্তে কিছু নেই।’

 


আরো সংবাদ



premium cement