০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`
সোহরাওয়ার্দী উদ্যানে সিরাতুন্নবী সা: মাহফিলে বক্তারা

ঘুষ-দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েমে ইসলামের কোনো বিকল্প নেই

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সিরাতুন্নবী মাহফিলে অতিথিরা এবং উপস্থিতির একাংশ : নয়া দিগন্ত -

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল সিরাতুন্নবী সা: মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নবী প্রেমিক মানুষ অংশ নেন। বৃষ্টি-কাদা উপেক্ষা করে তারা ঘণ্টার পর ঘণ্টা অনুষ্ঠান উপভোগ করেন। দেশের শীর্ষস্থানীয় আলেম, ওয়ায়েজিন, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আলোচনা করেন। এ ছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারীরা পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন। বিভিন্ন শিল্পীগোষ্ঠীর মনোমুগ্ধকর পরিবেশনা মাহফিলে নতুন মাত্রা যোগ করে। মাহফিলে বক্তারা বলেন, মুসলিম প্রধান বাংলাদেশে ইসলাম ছাড়া অন্য কোনো দর্শন চলতে পারে না। পবিত্র আল কুরআন ও মহানবী হজরত মুহাম্মদ সা: এর সুন্নাত প্রতিপালনের মাধ্যমেই দেশে সুখ-শান্তি ফিরে আসতে পারে। ঘুষ-দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েমে ইসলামের কোনো বিকল্প নেই। আর এ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে দেশের সব ইসলামী দলমতকে ঐক্যবদ্ধ হতে হবে।
জাতীয় সিরাত উদযাপন কমিটি আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, আওলাদে রাসূল সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের আল জাবের আল মাদানি। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন, দেশের আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। দেশের প্রবীণ আলেমে দ্বীন মাওলানা আবু তাহের জিহাদি আল কাসেমির সভাপতিত্বে, ড. আব্দুল মান্নানের সঞ্চালনায় ও ড. খলিলুর রহমান মাদানীর দিকনির্দেশনায় মাহফিলে আলোচনা করেন, মাওলানা কামাল উদ্দিন জাফরী, অধ্যক্ষ জায়নুল আবেদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আবু জাফর কাসেমী, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, প্রফেসর ড. মাওলানা রফিকুর রহমান মাদানী, তামিরুল মিল্লাতের অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ খান, প্রফেসর ড. আব্দুস সামাদ, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী পীর সাহেব, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র শামীম সাঈদী ও মাসুদ সাঈদী, অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসাইন খান, অধ্যক্ষ মাওলানা ড. মহিউদ্দিন, অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন, মুহাদ্দিস মাহমুদুল হাসান, শায়খ খালেদ সাইফুল্লাহ বকশি, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা জাকারিয়া নূর, মাওলানা আবু হানিফ নেসারী, মুফতি শফিক বিন বাহাউদ্দিন, অধ্যক্ষ ইসমাইল হোসাইন, হাফেজ নুরুল আমিন, মুফতি ফখরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আযহারী, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ আবু রায়হান ও হাফেজ সালেহ আহমেদ তাকরিম সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াত করেন। অন্য দিকে মাহফিলের বিশেষ আকর্ষণ হিসেবে সাইমুম শিল্পীগোষ্ঠী, মহানগর, অনুপম, জাগরণ, সওগাত, নিমন্ত্রণ শিল্পীগোষ্ঠীসহ দেশের খ্যাতনামা শিল্পীগোষ্ঠী ও শিল্পীরা ইসলামী সঙ্গীত পরিবেশন করেন।


আরো সংবাদ



premium cement