০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`

অতি বর্ষণে উত্তর পূর্বাঞ্চলের নিম্নাঞ্চল তলিয়ে গেছে

-

কয়েক দিনের বিরতিহীন বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে দেশব্যাপী। বিশেষত ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে এবং বৃহত্তর টাঙ্গাইল জেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে পানিতে। অভ্যন্তরীণ ভারী বর্ষণ এবং দেশের উজানে মেঘালয় পর্বতের পাদদেশের এলাকাগুলো থেকে নিচে নেমে আসা পাহাড়ি ঢলের পানি উল্লেখিত এলাকার নিম্নাঞ্চল তলিয়ে বন্যার সৃষ্টি করেছে। সামনে আরো কয়েকদিন বর্ষণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া বিভাগ।
বাংলাদেশে এ মুহূর্তে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বেশ সক্রিয় রয়েছে। এটা যে শুধু বাংলাদেশের ওপর সক্রিয় তা নয়, বাংলাদেশের উত্তরের পাশের দেশের মেঘালয় পর্বতাঞ্চলে বেশ সক্রিয়। একই সাথে বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। ফলে সারা দেশেই কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তদুপরি বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। ওই লঘুচাপের প্রভাব রয়েছে দেশব্যাপী অব্যাহত বর্ষণে। আবহাওয়া অফিস বলছে, অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়ে থাকে। কিন্তু এ বছর অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশে আসা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সে কারণে আরো কমপক্ষে এক সপ্তাহ বৃষ্টির আধিক্য থাকতে পারে।

রাজধানীর অবস্থা : গত শুক্রবার দিবাগত রাত থেকে গতকাল শনিবার সারা দিনের বৃষ্টিতে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এর ফলে বিশেষ কিছু এলাকায় গতকাল বিকেল পর্যন্ত ব্যাপক যানজট ছিল। কোনো কোনো রাস্তায় হাঁটুপানির বেশি জমে যায়। ফলে সিএনজি-চালিত যানবাহন ও মোটরসাইকেলগুলোকে রাস্তা ঘুরে ভিন্ন রাস্তা ধরে যেতে দেখা যায় এবং রাস্তা ঘুরে যাওয়ার কারণেও যানজটের মাত্রা বাড়ে। মূলত বৃষ্টির পানি রাস্তা থেকে দ্রুত সরতে না পারায় পানি জমি যায়। এ জন্য উপরের ও নিচের ড্রেনগুলো পরিষ্কার না করা এবং পলিথিন জমে ড্রেনের মুখ বন্ধ হওয়াকে দায়ী করছেন রাজধানীবাসী। রাজধানীতে গত কয়েকদিনের অব্যাহত বর্ষণে রাস্তার কোথাও কোথাও বিশাল বড় রকমের গর্ত হয়ে গেছে। কোনো কোনো রাস্তায় দীর্ঘ সংস্কারকাজ না করায় পুকুরের মতো হয়ে গেছে। ঢাকায় পিচঢালা রাস্তা কিংবা কংক্রিট দিয়ে তৈরি উভয় রাস্তাই বেহাল অবস্থা।
ভারী বর্ষণপ্রবণ এলাকা : ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জন্য গতকাল শনিবার ও আজ রোববারে দিনটায় বেশ দুঃসংবাদ বর্ণনা করেছেন কানাডা প্রবাসী বিশিষ্ট আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি আবহাওয়ার বর্তমান অবস্থা সম্বন্ধে বলেন, দেশের সর্ব-উত্তর ও সর্ব-দক্ষিণের দুই-তিনটা জেলা ছাড়া দেশের সব জেলার উপরে ২৪ ঘণ্টা মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকার প্রবল আশঙ্কা করা হচ্ছে। জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মেঘের ভিডিও এনিমেশন বিশ্লেষণ করে তিনি বলেন, বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে প্রবাহিত হয়ে সরাসরি আঘাত করছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের সীমান্তবর্তী মেঘালয় পর্বতে। মেঘালয় পর্বতের ঢাল বেয়ে সেই মেঘ আকাশে উঠে গিয়ে বিরতিহীনভাবে বৃষ্টি ঝরাচ্ছে। এ কারণে চলমান বৃষ্টি আজ রোববার বেলা ৩টা পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা আছে। তিনি বলেন, গতকাল শনিবার বেলা ৩টার পর থেকে রাত ১২টার মধ্যে ভারী থেকে খুবই ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলার উপরে।

পূর্বাভাসে মোস্তফা কামাল বলেন, গতকাল বেলা ২টার পর থেকে রাত ৮টার মধ্যে ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর জেলার উপরে ভারী থেকে খুবই ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। নেত্রকোনা জেলার উপরেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। গতকাল রাত ১২টার মধ্যে ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার ও বান্দরবান জেলার উপরে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পূর্বাভাসে জানিয়েছে, শেরপুর জেলার ভুগাই নদী নাকুয়াগাঁও ও জামালপুর জেলার জিঞ্জিরাম নদীর গোয়ালাকান্দা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই কেন্দ্রটি আবহাওয়া বিভাগকে উদ্ধৃত করে জানিয়েছে, ময়মনসংিহ বিভাগ ও এই বিভাগের সংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের কারণে আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ভুগাই-কংস, জিঞ্জিরাম ও সোমেশ্বরী নদী তীরবর্তী শেরপুর, জামালপুর এবং মনমনসিংহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। পরবর্তী দুই দিন উল্লেখিত নদীগুলোর পানি হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে এবং উল্লেখিত জেলাগুলোর নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে।
ঢাকার নদীতে পানি বাড়ছে : ভারী বৃষ্টিপাতের কারণে আগামী দুই দিন ঢাকা জেলা ও নিকটবর্তী প্রধান নদীগুলো যেমন বুড়িগঙ্গা, টঙ্গী খাল, তুরাগ, বালু নদীর পানি বৃদ্ধি পেতে পারে। ফলে রাজধানী ঢাকার নিম্নাঞ্চলে সৃষ্টি হতে পারে জলাবদ্ধতা।

 


আরো সংবাদ



premium cement