০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

রাজনৈতিক দলের সাথে শনিবার সংলাপে বসছে সরকার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে ঢাকাস্থ ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো সাক্ষাৎ করেন : পিআইডি -

স্বৈরাচার শেখ হাসিনার পতনের দুই মাস পূর্তির দিন আগামী শনিবার দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সদস্যরা এ সংলাপে অংশ নেবেন। গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে এ সংলাপে আমন্ত্রণ জানানো হবে এমন তথ্য জানালেও কোন কোন রাজনৈতিক দল অংশ নেবে তা জানাননি তিনি। কোন কোন দল সংলাপে আমন্ত্রণ পাবে তা উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে।
শফিকুল আলম বলেন, গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এর আগে দুই দফা উপদেষ্টাদের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা হয়েছে। চলমান প্রক্রিয়ায় আগামী শনিবার থেকে নতুন করে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও আলোচনা শুরু হবে। প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে। আলোচনার মুখ্য বিষয় হবে যে ৬টি কমিশন গঠিত হয়েছে, কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে তাদের (রাজনৈতিক দল) অবহিত করা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তাদের সাথে কথা হবে, তাদের পরামর্শ নেয়া হবে। আশা করছি ২-৩ দিনের মধ্যে এই কমিশনগুলো ফর্ম হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানান, কমিশনগুলোর প্রধানরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। তাদের জন্য অফিসও খোঁজা হচ্ছে।

 


আরো সংবাদ



premium cement