০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ঢাকা দিল্লি একমত

পররাষ্ট্র মন্ত্রাণালয়ে উপদেষ্টা মো: তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা : পিআইডি -

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে ঢাকা-দিল্লি একমত হয়েছে। আর এ লক্ষ্যে উভয়পক্ষ বিদ্যামান ম্যাকানিজমগুলোতে নিয়মিত আলোচনা শুরু করার ওপর গুরুত্বারোপ করেছে।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা ড. তৌহিদ হোসেনের সাথে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাতে এ বিষয়ে একমত প্রকাশ করা হয়। এ সময় দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে একসাথে কাজ করার ওপর তারা জোর দেন।
সম্প্রতি নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠকের কথা উল্লেখ করে হাইকমিশনার দুই দেশের মধ্যে নিয়মিত আলোচনার ম্যাকানিজমগুলোকে আবারো সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের সময় বাণিজ্য, প্রকল্প ও জনগণের মধ্যে সম্পৃক্ততার ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এ সময় ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার ওপর গুরুত্ব দেয়া হয়।

 

 


আরো সংবাদ



premium cement