১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাজানে শামিল-কামিলের জার্সি গায়ে ঘুরে বেড়ায় ছেলে বুড়োরা

বিশ্বকাপ
রুবিন কাজান ক্লাবের স্টার কামিল মুলিন - সংগৃহীত

ফুটবল ব্যাপক জনপ্রিয় রাশিয়ার তাতারস্তানের রাজধানী কাজানে। মুসলিম এই অঞ্চলের দল রুবিন কাজান রাশিয়া এবং ইউরোপীয় ফুটবলে নাম করা ক্লাব।

কাজানে দেখা গেছে, রুবিন কাজানের ফুটবলার শামিল এবং কামিলের জার্সি গায়ে ছেলে বুড়োদের ঘুরে বেড়াতে।

কিন্তু এই কাজানের মাঠ অপয়া হিসেবে থাকলো তিন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য।

এই মাঠে দক্ষিণ কোরিয়ার কাছে গ্রুপের শেষ ম্যাচে হেরে বিদায় নিয়েছে জার্মানি। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা এই মাঠে হারে ফ্রান্সের কাছে। আর সর্বশেষ গত পরশু এই মাঠে ব্রাজিল সমর্থকদের কান্নার সাগরে ভাসায় বেলজিয়াম।

অবশ্য এই তিন দলের জন্য মাঠটি কুফা হলেও আর্শীবাদ জয়ী তিন দলের জন্য।

দেখুন:

আরো সংবাদ



premium cement